গতবছর হঠাৎ করে আমাদের জীবন স্তব্ধ হয়ে যায় করোনা নামক মহামারীর কারণে। লকডাউন, কোয়ারেন্টাইন, কনটেইনমেন্ট জোন, এই সমস্ত কথা আমাদের কাছে ছিল একেবারে নতুন। এককথায় আমাদের জীবন সম্পূর্ণ পাল্টে যায়। এক মুহুর্তে মনে হয়, ওই জীবন থেকে হয়তো কেউ আমরা বেরোতে পারবোনা কোনোদিন। কিন্তু আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়েছে। মৃত্যুর আতঙ্ক আমাদের গ্রাস করে না। মাকস আর স্যানিটাইজার সঙ্গে নিয়ে আমরা বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছি।
ভারতবর্ষ যে আজকে এতটা সুস্থ, তার পুরো কৃতিত্বটা দিলীপ ঘোষ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। মেদিনীপুরের কেরানিতলা বস্ত্র বিতরণী অনুষ্ঠানে হাজির হয়ে দিলীপ ঘোষ বলেন,”আমরা দুঃখের সময় মানুষের পাশে ছিলাম। বিশ্বের এমন অনেক বড় বড় দেশ রয়েছে যারা অকপটে স্বীকার করেছে, মোদীজি যদি না থাকতেন, তাহলে বাঁচা যেত না। ইউরোপ আমেরিকার মতো প্রথম সারির দেশে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, তখন আমাদের দেশে মৃত্যুসংখ্যা অনেকটাই কম ছিল”।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ হনুমানজির সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদির। তিনি বলেছেন,”হনুমানজি যেমন বিশল্যকরণী এনে লক্ষণকে বাঁচিয়েছিলেন, ঠিক তেমনই মোদি জি ভারতবর্ষের ভ্যাকসিন এনে ভারতবাসীকে বাঁচিয়েছিলেন”।
প্রসঙ্গত, প্রায় কয়েক কোটি ভারতবাসীর ভ্যাকসিন কার্যবিধি মধ্যেই সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র শিশুরা ছাড়া প্রত্যেক ভারতবাসীর ভ্যাক্সিনেশন হয়ে গেছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনেশনের এবং করোনা সংক্রমনের কমতে থাকা সংখ্যার পুরো কৃতিত্ব দিলীপ ঘোষ দিলেন প্রধানমন্ত্রীকে।