ত্রিপুরায় তৃণমূল নেতাদের হোটেলে থাকা নিয়ে হুমকি বিজেপির, নিন্দায় সরব তৃণমূল

বাংলায় নিজের আধিপত্য বিস্তার করে এবার ত্রিপুরায় আধিপত্য বিস্তার করার জন্য এগিয়েছে তৃণমূল। আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন তৃণমূল সরকার। ইতিমধ্যে বেশ কয়েকবার ত্রিপুরা যাতায়াত করে ফেলেছেন তৃণমূল নেতৃতরা। কিন্তু ইতিমধ্যেই ত্রিপুরার পরিবেশ হয়ে উঠেছে ক্রমশ উত্তপ্ত। বিষয়টি হলো, ত্রিপুরায় অহরহ যাতায়াত করার জন্য তৃণমূল নেতৃবৃন্দের সেখানকার বিভিন্ন হোটেলে থাকতে হচ্ছে। কিন্তু এই হোটেলে থাকা নিয়ে ইতিমধ্যেই হোটেল মালিকদের হুমকি দিয়েছে বিজেপি, এমনই অভিযোগ হোটেল মালিকদের।

কিছুদিন আগেই বাংলা তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ ত্রিপুরায় গিয়েছিলেন প্রচার করতে। তেলিয়ামুড়ার একটি হোটেলে রাত কাটান তিনি। কিন্তু ওই হোটেলের মহিলা মালিককে তৃণমূল নেতাকে রাত কাটাতে ঘর দেওয়ার অপরাধী হুমকি দেয় বিজেপি কর্মীরা। এমনকি শুক্রবার রাতে ওই বিধায়ককে হোটেল থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে।

এই বিষয়ে তৃণমূলের দলীয় মুখপাত্র কুনাল ঘোষ নিন্দায় সরব হয়ে বলেন,”বাংলার যখন নির্বাচন হলো, তখন বিজেপির কেন্দ্রীয় নেতারা প্রত্যেকদিন বাংলায় আসতেন এবং বাংলায় বিভিন্ন হোটেলে রাত কাটাতেন। কিন্তু এমন কাজ কোনোদিন শোনা যায়নি বাংলার বুকে, বরং যথেষ্ট আতিথেয়তা তারা পেয়েছিলেন বাংলার মানুষের কাছ থেকে। আসলে বিজেপি শিবির ইতিমধ্যেই ভয় পেয়ে গেছে। অদূর ভবিষ্যতে হেরে যাবেন এমন আভাস পেয়ে এমন আচরণ করছেন তারা”।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা এবং স্টিয়ারিং কমিটির সদস্য আশীষ লাল সিং। তিনি বলেন,”এই বিষয়ে বিশদ জানানো হয়েছে পুলিশ সুপারসহ একাধিক প্রশাসনিক কর্তাকে”।

Papiya Paul

X