পশ্চিমবঙ্গের মতো একই অবস্থা এবার ত্রিপুরায় হতে চলেছে। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ততই সমস্যা বাড়ছে ত্রিপুরায়। একদিকে যেমন ত্রিপুরায় আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল, তেমন অন্যদিকে বিজেপিও নিজের জায়গা ছেড়ে দিতে নারাজ।একে অপরের মৌখিক কটাক্ষের লড়াইয়ের মধ্যে এগিয়ে আসতে চলেছে ত্রিপুরার নির্বাচন।
এর আগেও তৃণমূল এবং বিজেপির তরফ থেকে একাধিক কটাক্ষের কথা আমরা শুনেছি। তেমনি আবার শনিবার ত্রিপুরার বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত সর্বসমক্ষে হয়ে গেলেন বেলাগাম। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে সর্বসমক্ষে সুরজিৎ দত্ত করলেন একটি বিতর্কিত মন্তব্য। সুরজিৎ বাবু বলেন,” তৃণমূল প্রার্থী দেখলেই তাদের তাড়া করতে শুরু করে দিন”।
শনিবার তৃণমূলের বিরুদ্ধে নিজেদের দলীয় কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, “কোনভাবেই কাউকে জমি ছেড়ে দেওয়া যাবে না। আমরা আমাদের জায়গায় কাউকে বরদাশ্ত করব না। আমাদেরকেই রাজত্ব করতে হবে এখানে। আমরা তোমাদের জন্য কাজ করি। তোমাদেরকেও সঙ্গ দিতে হবে। হাজার হাজার ভোট দিয়ে ভোট বাক্স ভরিয়ে দিতে হবে”।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই বিজেপি বিধায়কের এমন একটি বক্তব্যের বিরুদ্ধে গর্জে ওঠে তৃণমূল বাহিনী। আপাতত এই মন্তব্যকে হাতিয়ার করে যুদ্ধের ময়দানে নেমেছে তৃণমূল বাহিনী। বাংলায় ক্ষমতায় আসার পর ত্রিপুরা এবং গোয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে দিল্লি জয় করার লক্ষ্যে এগিয়ে চলেছে তৃণমূল শিবির। তৃণমূলকে আটকাতে কি পারবে বিজেপি? নাকি প্রধান বিরোধী দল হয়ে থেকে যেতে হবে তাদের, একমাত্র সময় বলতে পারবে সে কথা।