ভোপালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বাগত জানালেন মুসলিম মহিলারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি শুধুমাত্র হিন্দুত্ববাদকে বিশ্বের মঞ্চতে উদ্বুদ্ধ করেছেন তা নয়,তিনি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ভেবেছেন। তার প্রকৃষ্ট উদাহরণ আমরা পেয়েছি তিন তালাক নামক একটি জঘন্য প্রথা তুলে দেবার ক্ষেত্রে। সোমবার মধ্যপ্রদেশে সফরে গিয়েছিলেন তিনি। সেখানে ভোপালে বিশ্বমানের রানী কমলাপতি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করেন তিনি।

ভোপালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মুসলিম মহিলারা। রাস্তার দুই ধারে নরেন্দ্র মোদীর নামে জয়জয়কার করেন তারা। স্বভাবতই তিন তালাক প্রথা তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুসলিম মহিলারা। কালো বোরখা পড়ে, হাতে প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে স্বাগত জানালেন তারা। মুসলিম মহিলাদের হাতে যে পোস্টটার ছিল, তাতে লেখা ছিল,” ধন্যবাদ মোদীজি, এটি নতুন আইন এনে তিন তালাক প্রথা বন্ধ করার জন্য”।

প্রসঙ্গত, সোমবার ভোপালের তৈরি ভারতের প্রথম বিশ্ব মানের রেলওয়ে স্টেশন রানী কমলাপতি উদ্বোধনের জন্য তিনি মধ্যপ্রদেশে গিয়েছিলেন। সেখানে বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করে আদিবাসীদের জন্য বহু কল্যাণকারী প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি বিরসা মুন্ডার নামে একটি সংগ্রহালয়ের উদ্বোধন করেন তিনি।

ভারতের প্রথম বিশ্ব মানের রেলওয়ে স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নরেন্দ্র মোদী বলেন,”আজ দেশের প্রথম ISO প্রমাণিত রানী কমলাপতি রেলওয়ে স্টেশনের উদ্বোধন করা হলো। স্টেশন দেশবাসীর উদ্দেশ্যে সমর্পণ করা হল। এটি দেশের প্রথম পিপিপি মডেলের ভিত্তিতে গড়ে ওঠা স্টেশন। যে সুবিধা বিমানবন্দরে পাওয়া যায়, ঠিক একই সুবিধা এই রেলস্টেশনে পাওয়া যাবে।

Papiya Paul

X