ডুবতে চলেছে Airtel, Vi, Jio! মাত্র ১০৭ টাকায় ৯০ দিন আনলিমিটেড কল, ডেটা দিচ্ছে BSNL

ডিজিটাল ভারতের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে আরও বিপদের মধ্যে ফেলে দিল ভারতের বেসরকারি মোবাইল সংস্থা গুলি। এককথায় গাছে উঠিয়ে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা। ভারতের জনপ্রিয় মোবাইল সংস্থা এয়ারটেল, ভি, জিও সবাই তাদের প্রিপেড প্ল্যান গুলির মূল্য 20 থেকে 25 শতাংশ বাড়িয়ে দিল। যার জেরে ব্যাপক সমস্যায় সাধারণ মানুষ। ভোডাফোন ও আইডিয়া 25 নভেম্বর, এয়ারটেল 26 নভেম্বর এবং জিও 1 লা ডিসেম্বর অর্থাৎ আজ থেকে তাদের বর্ধিত দাম লাঘু করতে চলেছে।

তবে এক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভেবে প্রিপেড প্ল্যান গুলি একই রেখেছে সরকারি অধীনস্থ সংস্থা বিএসএনএল। সেই সাথে বেসরকারি সংস্থা গুলির কোপের হাত থেকে দেশের সাধারণ মানুষকে বাঁচাতে আরও একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির হল বিএসএনএল। মাত্র 107 টাকা রিচার্জ করে পেয়ে যাবেন 90 দিনের ভ্যালিডিটি।

এক নজরে দেখে নেওয়া যাক বিএসএনএলের এই 107 টাকা প্রিপেড প্ল্যানে গ্রাহকরা কি কি সুবিধা পাচ্ছে?
এই প্রিপেড প্ল্যানে গ্রাহকদের 10 জিবি ডেটা দিচ্ছে বিএসএনএল। সেই সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। এছাড়াও প্রতিদিন 100 টি এসএমএস পেয়ে যাবেন গ্রাহকরা। প্ল্যানটির ভ্যালিডিটি থাকবে 90 দিন। সঙ্গে ইনকামিং কলের সুবিধা পাবে গ্রাহকরা।

Avatar

Koushik Dutta

X