গলছে অভিমানের পারদ! দেবের ছবির প্রচারে সামিল শুভশ্রী! ভাইরাল ভিডিও

একসময়ে টলিউডের অন্যতম সেরা জুটি ছিলেন তাঁরা। ২০০৭ সালে ‘চ্যালেঞ্জ’ ছবি দিয়ে টলিউডে একসঙ্গে পা রাখেন এই জুটি। আর প্রথম ছবিতেই সুপারহিট হয়ে যায় এই জুটি। এতক্ষণে সবাই বুঝে গিয়েছেন, এখানে কার কথা বলা হচ্ছে। এই জনপ্রিয় জুটি হলেন দেব-শুভশ্রী। ‘পরাণ যায় জ্বলিয়া রে’,’রোমিও’,’খোকাবাবু’ একটার পর একটা ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দেব-শুভশ্রী। যদিও এরপরে হঠাৎ করেই নিজেদের ব্যক্তিগত সম্পর্কের কারণে আলাদা হয়ে যায় তাঁরা।

এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাদের। যদিও ২০১৬ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধুমকেতু’তে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। কিন্তু সেই ছবি এখনও মুক্তি পায়নি। তবে এবার কি আবার একসঙ্গে হতে চলেছে এই জুটি? না, সেরকম কিছুই নয়। আসলে সম্প্রতি মুক্তি পাচ্ছে দেবের সিনেমা ‘টনিক’, এই ছবির পরিচালক অভিজিৎ সেন। যিনি ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়েরও পরিচালনা করেছেন।

আর তাই পরিচালককে শুভেচ্ছা জানাতে ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে তিনি বলেছেন যে ছোট বড় সকলের ছবি টনিক। এই ছবির পরিচালনায় রয়েছে আমার প্রিয় অভিজিৎদা। আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। সবাই সিনেমাহলে এসে এই ছবি দেখুন। আর এই ভিডিওটি শেয়ার করেছেন খোদ পরিচালক অভিজিৎ সেন। কিন্তু দেব অর্থাৎ প্রযোজককে ট্যাগ করেননি পরিচালক। আর এইটা দেখেই বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Avijit Sen (@avijitsen416)

একজন নেটজনতা বলেছেন, ‘অভিজিৎ বাবু আপনি দেবকে ট্যাগ করলেন না, শুভশ্রী দেবের প্রাক্তন বলে?’ যদিও এরকম নানা প্রশ্নের কোনও উত্তর দেননি পরিচালক বা শুভশ্রী কেউই। দেবের এই টনিক ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন স্বয়ং দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্য়ায় সহ আরও অনেকে। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়, আর প্রযোজক দেব। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।

Papiya Paul

X