উটিতে গিয়ে জিন্স-টপ পরেই মনের আনন্দে নাচ অপরাজিতার, ‘রমতা যোগী’ গানে ঐশ্বর্যকে টেক্কা অভিনেত্রীর!

কাজের হাজারও ব্যস্ততার মাঝে নিজের জন্য এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য মাঝেমধ্যে ঘুরতে যাওয়া দরকার। তাই শুটিং থেকে একটু ছুটি মিললেই ঘুরতে বেরিয়ে যান টলিউড অভিনেত্রী অপরাজিতা আঢ্য। একের পর এক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু এর মধ্যেই সময় বার করে ১৫ ডিসেম্বর পাড়ি দিয়েছিলেন তামিলনাড়ুর পাহাড়ি রাজ্য উটিতে। এই সুন্দর জায়গায় ছুটি উপভোগ করছেন অভিনেত্রী।

সেখানে আরও কয়েকদিন বেশি থাকার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি। আর এই আনন্দের মুহূর্ত অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি। গতকাল একটি নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ঐশ্বর্য রাই বচ্চনের ‘তাল’ ছবির ‘রমতা যোগী’ গানে নিজের মর্জিমত খুশির আনন্দে নাচলেন তিনি। প্রকৃতির সুন্দর রূপের মাঝে অভিনেত্রীর মিষ্টি এই নাচ আরও বেশি সুন্দর করে তুলেছে পরিবেশকে।

এই নাচের কোনো কোরিওগ্রাফের দরকার নেই, নিজের মন মত কোমর দুলিয়েই হয়ে যাবে নাচ। আর তাই অভিনেত্রী ভিডিও পোস্ট করে লিখেছেন,”মাঝেমধ্যে এরকম কোনও প্রস্তুতি ছাড়াই নাচি। প্রকৃতিই এমনটা করতে সাহায্য করে।” অপরাজিতার এই খুশি, আনন্দ মন ছুঁয়েছে সকল অনুরাগীদেরও। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নাচের এই ভিডিও। যদিও এই নাচ প্রথম নয়, এর আগেও বিভিন্ন নাচের ভিডিও তিনি পোস্ট করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

প্রতিবছর নিজের বেহালার বাড়িতে বসন্ত উৎসবে দোল খেলার সময় নাচের অনুষ্ঠান রাখেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হয়নি। এর আগেও কোনো জায়গাতে ঘুরতে গেলে নাচের ভিডিও শেয়ার করতে ভোলেন না অপরাজিতা। আসলে প্রকৃতির মধ্যে নিজেকে তুলে ধরার মজাটাই আলাদা, যা বারেবারে প্রমাণ দেন অপরাজিতা আঢ্য।

Papiya Paul

X