বড়দিনের আগেই সান্তাক্লজ সেজে হাজির শ্রীলেখা, ‘সেক্সী সান্তা’ বলে কমেন্ট ভক্তদের, ভিডিও ভাইরাল

টলিউডের ঠোঁটকাটা এবং স্পষ্টবাদী অভিনেত্রী বলতেই প্রথমে যার কথা মাথায় আসে তিনি হলেন শ্রীলেখা মিত্র। নিজের অসাধারণ অভিনয় গুণের মাধ্যমে বারবার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর প্রতিভা ফুটিয়ে তুলেছেন সিনেমার পর্দায়। কয়েকদিন আগেই ভেনিসে আয়োজিত চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছেন তিনি।

কিছুদিন আগেই দুবাইও গিয়েছিলেন শ্রীলেখা। সেখানে বুর্জ খালিফাতে ঘুরতে গিয়ে নাচেন তিনি। আসলে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। তিনি তাঁর জীবনের সব মুহূর্ত শেয়ার করে থাকেন অনুরাগীদের সাথে। অভিনেত্রীর ফ্যান-ফলোইং সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে তাঁকে সান্তাক্লজের পোশাকে দেখা যাচ্ছে।

বোঝাই যাচ্ছে, সামনে ক্রিসমাস উপলক্ষে এই সাজে সেজেছেন তিনি। এই ভিডিওতে দেখা যাচ্ছে, লাল রঙের সান্তার পোশাক আর মাথায় সান্তাক্লজের টুপি পরেছেন শ্রীলেখা। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে রয়েছে ক্রিসমাসের একটি ইংরেজি গান। এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই লাইক, শেয়ার, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কেউ কেউ আবার ‘সেক্সী সান্তা’ বলে কমেন্ট করেছেন।

উল্লেখ্য, শ্রীলেখাকে শেষ অভিযাত্রিক সিনেমাতে দেখা গিয়েছিল। যেই সিনেমা বেশ কিছু পুরস্কারও পেয়েছিল। এই ছবিতে তাঁর অভিনয় প্রশংসা পেয়েছিল। এখন নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী।

Papiya Paul

X