বঙ্গতনয়া অনন্যার থেকে বাংলা গান শিখে গাইলেন নেহা কক্কর! এমনকি নকল করলেন চুলের স্টাইল, ভিডিও ভাইরাল

হিন্দি টেলিভিশনের পর্দায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’। এই শো-এ প্রথম থেকেই থাকছে একের পর এক চমক। বাংলায় বেশকিছু প্রতিভাবান প্রতিযোগীরা এই সিজনে অংশগ্রহণ করেছেন। যেই তালিকাতে রয়েছেন অনন্যা চক্রবর্তী, স্নিগ্ধজিৎ ভৌমিক, নীলাঞ্জনা ঘোষ সহ আরো অনেকে। বাঙালি তরুণ এই শিল্পীদের গান মন ছুঁয়ে গেছে সকল শ্রোতাদের। এমনকি তাদের গানে মুগ্ধ স্বয়ং বিচারকেরা।

যদিও এদের মধ্যে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছেন অনন্যা চক্রবর্তী। হিন্দি রিয়েলিটি শোতে গিয়েও বাংলার বাউলের নানা রকমের হিন্দি গান শুনিয়ে মুগ্ধ করেছেন শ্রোতাদের। শুধু গুণ নয়, রূপের দিক থেকেও নিজেকে সকলের থেকে আলাদা করেছেন অনন্যা। তাঁর কালার ব্রিট করা হেয়ারস্টাইলে কুপোকাত নেটিজেনরা। এমনকি তার এই স্টাইল ফলো করছেন খোদ নেহা কক্কর।

ক্রিসমাসের এক বিশেষ পর্বে বিচারক হিসেবে এসেছিলেন নিহা ও তার স্বামী রোহানপ্রীত সিং। সেখানে এসে অনন্যার সঙ্গে ‘কেমন বোকা মনটা রে’ বাংলা গান খুব মন দিয়ে শিখে নিজে গাওয়ার চেষ্টা করেন নেহা। এমনকি তাকে অনন্যার মতোই চুল বাঁধতে দেখা গিয়েছে। এই মিষ্টি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

উল্লেখ্য, এর আগে জি বাংলার সারেগামাপা-তে প্রতিযোগী হিসেবে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন অনন্যা। এবার নিজের গানের জাদুতে দেশের মানুষের কাছে নিজের নাম তুলে ধরতে চাইছেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভোকাল মিউজিক নিয়ে লেখাপড়া শেষ করে নিজের গানকেই ধ্যানজ্ঞান বানিয়ে নিয়েছেন ২৬ বছরের এই গায়িকা।

Papiya Paul

X