চলতি বছরের ভাইরাল ভিডিও বা গানের মধ্যে অন্যতম জনপ্রিয় গান “বচপন কা প্যায়ার”। ছোট্ট এক খুদের কয়েক লাইনের এই গানে মজেছিলেন আসমুদ্রহিমাচল। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল সেই গানের ভিডিও। রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেন্সেশন হয়ে ওঠে সেই খুদে। এই খুদের নাম সহদেব দীৰ্ড।
খুদের গানে মুগ্ধ হয়েছিলেন বলিউডের সবথেকে জনপ্রিয় র্যাপার বাদশা। আর তাই তিনি সহদেবকে নিয়ে গান তৈরি করে ফেলেছিলেন। যেই গান সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড হয়ে উঠেছিল। কিন্তু এই খুদেই গতকাল ছত্তিশগড়েই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন। গতকাল একটি বাইক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয় সহদেব। এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জগদলপুরের মেডিক্যাল কলেজে আরও ভালো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে।
Our favourite #SahdevDirdo is stable & out of danger. His initial investigation reports are normal. He has still been kept under observation for 12 hrs in Surgery ICU.
Statement by Medical Superintendent Shaheed Mahendra Karma Memorial Hospital where he is admitted right now pic.twitter.com/yMOFH985Ae
— Priyanka Shukla (@PriyankaJShukla) December 28, 2021
হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালে ছটফট করছে সহদেব। তার মাথা দিয়ে ঝরছে রক্ত। আসলে মঙ্গলবার রাতে সাথে বাইকে করে ফেরার সময় এই ঘটনা ঘটে। এই খবর শোনা মাত্রই বাদশা সমস্ত রকম সাহায্য করবেন বলে জানিয়েছেন। এছাড়া ছত্তিসগড়ের সুকমা জেলার কালেক্টর বিনীত বন্দনওয়ার এবং পুলিস সুপার সুনীল শর্মা সহদেবকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন।
সহদেবকে সমস্তরকমভাবে সাহায্য করবেন প্রশাসন এমনটাই জানানো হয়েছে। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে সহদেব এখন কিছুটা সুস্থ আছে। সহদেবের এই ঘটনা সামনে আসার পরেই সমস্ত ভক্তরা শোকাহত। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
Sometimes it seems that life is so cruel and unpredictable.
Prayer is needed for Sahdev 🙏#SahdevDirdo pic.twitter.com/mhhbpSDkYk
— Shridhar Mishra (श्रीधर मिश्रा) (@27shridhar) December 28, 2021