সমাজে প্রেম নিয়ে প্রকাশ্যে আলোচনা করা গেলেও পরকীয়া নিয়ে আলোচনা করা এখনো অনেক জায়গায় সমাজ-সংস্কৃতি বহির্ভূত। এখন পরকীয়া আইনের আওতায় আসার পর অনেকটাই পরিবর্তন এসেছে। অনেকেই মনে করেন একজন পুরুষ এবং মহিলার মধ্যে শারীরিক এবং মানসিক দূরত্ব থাকলেই পরকীয়া সম্পর্কের দিকে ঝোঁকে মানুষ।
তবে জানেন কি এই পরকীয়া সম্পর্কের সমীক্ষা তৈরি করা হয়? এমনকি বিশ্বের এমন কিছু দেশ রয়েছে যারা এই পরকীয়া তালিকায় জায়গা করে নিয়েছে। এবার প্রশ্ন হল পরকীয়া প্রেমে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েন কোন দেশের নাগরিকরা? একটি অনলাইন ডেটিং সাইট এর সমীক্ষায় উঠে এসেছে পরকীয়ার শিরোপা নিয়েছে আয়ারল্যান্ড।
এই দেশের প্রতি পাঁচজন বাসিন্দাদের মধ্যে একজনই পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এই দেশে বিবাহ প্রতারণার হার প্রায় ২০ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। ১৩ শতাংশ নাগরিক পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আর তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়ার নাম। এই দেশের ৮ শতাংশের কাছাকাছি মানুষ পরকীয়াতে যুক্ত আছেন।