নতুন বৌকে ছেড়ে সারাকে নিয়ে বাইকে ঘুরে বেড়াচ্ছেন ভিকি কৌশল! ভিডিও মুহূর্তেই ভাইরাল

বিয়ের একমাস হতে না হতেই অন্য নায়িকাকে সঙ্গে নিয়ে বাইকে করে ঘুরছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল। সারা আলি খানকে বাইকে বসিয়ে ঘুরছেন ভিকি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি ভিকি-ক্যাটরিনার সম্পর্কের অবনতি ঘটেছে? এমনটাই মনে করছেন অনুরাগীরা।

না সেইসব কিছুই নয়। এটি রিয়েল লাইফের ঘটনা নয়, বরং রিল লাইফের ঘটনা। ভিকির জীবনে অন্য কেউ আসেনি। তিনি সুন্দরী ক্যাটরিনার প্রেমেই পাগল আছেন। লুকা ছুপি ২-তে অভিনয় করছেন ভিকি কৌশল ও সারা আলি খান। আর এই বাইকে চড়ে ঘোরার সিন্ সেই সিনেমার শুটিংয়ের। মধ্যপ্রদেশের ইন্দোরে শ্যুটিং করার সময়েই এই ভিডিও শুট করা হয়েছে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, ভিকির পরনে রয়েছে জিন্স প্যান্টের সঙ্গে একটি সবুজ টিশার্ট ও মাফলার। আর সারা পরেছেন হলুদ রঙের শাড়ি। ভিকিকে জড়িয়ে বাইকে করে ঘুরতে বেরিয়েছে সারা। সম্ভবত আগামী বছরেই ছবি মুক্তি পেতে পারে। উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ এখন তাঁর প্রাক্তন প্রেমিক সালমানের সঙ্গে ‘টাইগার ৩’-র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। বিয়ের কয়েকদিন পরেই শুটিংয়ের কাজ শুরু করে দিয়েছেন এই নবদম্পতি।

গত ২৪ ডিসেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে সারা আলি খান, ধানুশ ও অক্ষয় কুমারের ‘অতরঙ্গি রে’। এই ছবিতে সারার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। এছাড়া ধানুশের অভিনয়ও সকলের মনে সাড়া ফেলেছে। এক অন্যধারার গল্প নিয়ে এই সিনেমা তৈরী করেছেন পরিচালক আনন্দ এল রাই।

Papiya Paul

X