যশের কথাতেই পালিয়েছিলেন নুসরাত! জীবনের গোপন কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী

বেশ কিছুদিন ধরেই ইশ্ক এফএম-র নতুন শো ‘ইশ্ক উইথ নুসরাত’-এ সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। ইতিমধ্যেই ৫ টি এপিসোড হয়ে গিয়েছে। আগামীকাল অর্থাৎ ২৯-এ ডিসেম্বরের এপিসোডে থাকছে বিরাট চমক। এদিন নুসরাতের সঙ্গী হবেন তাঁর বর্তমান প্রেমিক এবং তার ছেলের বাবা যশ দাশগুপ্ত। ইতিমধ্যেই একটি ভিডিওর প্রমো শেয়ার করা হয়েছে ইশ্ক এফএমের ইনস্টাগ্রাম পেজে।

যেই ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওর শুরুতেই যশকে জড়িয়ে ধরে নুসরাত বলেন,”মাই অনলি চয়েজ”. এরপরেই শুরু হয় তাদের কথোপকথন। অনেক অজানা কিছু যে জানা যাবে, তারই প্রমাণ দিল এই ভিডিও। যশকে বলতে শোনা গেল,” এটা কি করে হল! তুমি হঠাৎ করে বললে আমরা পালিয়ে গিয়েছিলাম, তো ঠিক আছে আমরা পালিয়ে গিয়েছিলাম।” এরপরেই হাসিমুখে নুসরাত বললেন,”তুমিই তো বললে চলো পালিয়ে যাই।”

এরপরেই নুসরাতের অভিযোগ দুজনের সম্পর্কে ভালো কিছু বলা হোক। এরপরে যশ বলেন,”আমাদের ব্যাপারে লোকেরা ভালো বলে না, আমি কি করে বলব?” এরপরেই নিজের ভালোবাসার কথা প্রকাশ্যে জাহির করেন নুসরাত। অভিনেত্রী বলেন,”আমি তোমার প্রেমে পড়েছি। এটা আমার ইচ্ছে ছিল। বাদবাকি তো ইতিহাস।” বোঝাই যাচ্ছে, আগামীদিনের এই এপিসোড বেশ চমকপ্রদ হতে চলেছে। যার আভাস দিয়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Ishq (@ishq.fm)

উল্লেখ্য, এই বছরের আগস্ট মাসে মা হন অভিনেত্রী। ছেলের নাম যশের নামের সাথে মিলিয়ে ঈশান রাখেন তিনি। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বিতর্কে জড়িয়ে ছিলেন নুসরাত। যদিও এই বিতর্ককে কোনোদিনই মাথা ঘামাননি অভিনেত্রী। আর তাই এবারও সেটার অন্যথা হয়নি।

Papiya Paul

X