৯১ লক্ষ টাকায় বিক্রি হল বিশ্বের প্রথম SMS! কি লেখা ছিল তাতে জানলে অবাক হবেন

স্মার্টফোন আসার আগে মানুষ কিপ্যাড ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতেন। তখন এসএমএসের প্রচলন খুব বেশি ছিল। প্রত্যেকের ফোনেই এসএমএসের কার্ড ভরা থাকতো। কিন্তু স্মার্ট ফোন আসার পরে এই এসএমএসের চল এখন নেই বললেই চলে। হোয়াটস্ আপের মাধ্যমেই বার্তা প্রেরণ করেন গ্রাহকেরা।

তবে এবার বিশ্বের প্রথম এসএমএসকে নিলাম করলেন ভোডাফোন কোম্পানি। কে খুব চড়া দামে বিক্রি হয়েছে। ১৯৯২ সালের ৩রা ডিসেম্বর প্রথমবার এসএমএস পাঠানো হয়েছিল। আপনারা সকলেই জানেন SMS এর পুরো অর্থ হল ‘শর্ট মেসেজ সার্ভিস’। আর এই এসএমএস NFT হিসাবে বিক্রি করা হয়েছে। এই NFT এর পুরো কথা হল ‘নন-ফানজিবল টোকেন।’

জানা গিয়েছে, প্যারিসের এক ব্যক্তি এই SMS টি কিনেছেন। হার জন্য তিনি ৯১ লক্ষ টাকা দিয়েছেন। মূলত ডিজিটাল আর্ট মিউজিক কম্পোজিশন এবং সংগ্রহযোগ্য কার্ডকে NFT এর আকারে বিক্রি করা হয়ে থাকে। এর আগে বিশ্বের প্রথম উইকপিডিয়াকেও নিলামে তোলা হয়েছিল। এটিকেও NFTএর আকারে বিক্রি করা হয়েছিল। পৃথিবীর জনপ্রিয় তারকা যেমন-মেসি, রোনাল্ডো এরা এইসব জিনিস কেনার আগ্রহ প্রকাশ করেন।

জানেন, সেই প্রথম SMS-টিতে কি লেখা ছিল? সেখানে লেখা ছিল-‘মেরি ক্রিসমাস’। ২৯ বছর আগে প্রোগ্রামার নিল পাপওয়ার্থ তাঁর সহকর্মী রিচার্ড জার্ভিসকে ‘মেরি ক্রিসমাসের’ শুভেচ্ছা জানিয়ে এসএমএসের আকারে পাঠিয়েছিলেন। আর প্যারিসের যে ব্যক্তি এটি কিনেছেন তাকে সার্টিফিকেট এবং ডিজিটাল ছবি দেওয়া হয়েছে। ওই ডিজিটাল ছবিতে ফোনের স্ক্রিনে ফুটে উঠা ইনকামিং মেসেজটার প্রতিরূপ দেওয়া হয়েছে।

Papiya Paul

X