আমরা প্রত্যেকেই নিজের জীবনের স্বপ্ন পূরণের জন্য দিনরাত পরিশ্রম করে অর্থ উপার্জন করে থাকি। অনেকেই পরিশ্রম করার পর বিরাট সাফল্য লাভ করে। আবার অনেকে প্রচুর পরিশ্রম করার পরেও সফলতা তার জীবনে আসে না। এরই সাথে অনেকের টাকা খরচের পরিমাণ বেশি থাকে। এরকম নানা সমস্যায় মানসিক চাপ সৃষ্টি হয়। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বাড়িতে যদি বাস্তু দোষ থাকে তাহলে পরিবারের উন্নতিতে বাধা আসে। অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে।
বাস্তু সম্পর্কিত বেশ কিছু জিনিস মাথায় রাখলে আপনার জীবনের সুখ, সমৃদ্ধি, অর্থ, উন্নতি সমস্ত কিছু আসবে। তাহলে জেনে নিন কি নিয়ম পালন করলে আপনার জীবনে সুখ আসবে।
১) জীবনে উন্নতি চাইলে আপনার বাড়ির উত্তর-পূর্ব কোনটি পরিষ্কার রাখতে হবে। এখানে সাদা রঙের স্ফটিক রাখুন যেটি আপনাকে পজিটিভ এনার্জি দেবে।
২) বাড়ির পূর্ব উত্তর দিকে তুলসী গাছ লাগাতে হবে। আপনার শারীরিক, মানসিক ও আর্থিক সুযোগ-সুবিধা হবে।
৩) বৃহস্পতিকে ঠিক রাখা খুবই প্রয়োজন। আর এর জন্য ঘর মোছার জলে প্রতিদিন এক চিমটে হলুদ মিশিয়ে নিন। আপনার ব্যবসার উন্নতি ঘটবে।
৪) বাস্তুশাস্ত্র অনুযায়ী জল বা ট্যাঙ্ক থেকে অপ্রয়োজনীয় জল পড়ে যাওয়া অশুভ। এটা হলে আপনার সংসারে অর্থের অভাব হবে। তাই জলের অপচয় যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন।
৫) বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকে বসে খাবার খাওয়া শুভ বলা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী। এটি করলে আপনার জীবনে সুখ-সমৃদ্ধি ফিরে আসবে।
৬) ঘরের দরজা-জানালা সবসময় পরিষ্কার রাখুন, কারণ এর মাধ্যেমে ঘরে টাকা আসে বলে মনে করা হয়। এগুলি পরিষ্কার না হলে টাকা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়।
৭) বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের উত্তর দিককে কুবেরের দিক বলে মনে করা হয়, তাই আলমারির দরজা উত্তর দিকে খুলতে হবে। এতে আপনার জীবনে ধন-সম্পদ বৃদ্ধি পাবে।
৮) ঘরের থেকে কাঁটা জাতীয় গাছপালা সরিয়ে ফেলতে হবে।
৯) বাড়িতে পূজার জায়গাকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির উত্তর-পূর্ব কোণে পূজার জায়গা করা উচিত।
১০) ক্র্যাসুলা গাছ ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে। এই গাছ ঘরে রাখলে সম্পদ বাড়ে।