বাদামওয়ালার ২৫ টাকা ধার মেটাতে সুদূর আমেরিকা থেকে ভারতে এল ভাই-বোন, কুর্নিশ নেটদুনিয়ার

আমরা মানুষ আমরা সামাজিক প্রাণী। আর আমাদের এই সমাজেই অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা সারা জীবন মনে গেঁথে যায়। সম্প্রতি ঠিক এমনই এক ঘটনা ঘটলো, যা আর পাঁচটা সাধারণ ঘটনার থেকে অনেকটাই আলাদা। যা ইতিমধ্যেই দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছে।

এক চিনেবাদাম বিক্রেতার 25 টাকার ধার মেটাতে দুই ভাইবোন সুদূর আমেরিকা থেকে ভারতে এসে 25 হাজার টাকা দিয়ে গেলেন। আর ঘটনা সামনে আসতেই তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

2010 সালে আমেরিকায় বসবাসকারী ভাই-বোন নেমানি প্রণব ও সুচিতা তাদের বাবা মোহনের সঙ্গে অন্ধ্রপ্রদেশের ইউ কোথাপল্লি সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সেখানে তারা সাত্তায়া নামক একজন চিনেবাদাম বিক্রেতার কাছ থেকে চিনেবাদাম কিনে খেতে শুরু করেন। তারপর টাকা দিতে যাওয়ার সময় মোহন বুঝতে পারেন যে তিনি মানিব্যাগটি ভুলে এসেছেন। সেই সময় তাঁর কাছে চিনাবাদাম বিক্রেতাকে দেওয়ার মতো টাকা ছিল না। সেই কথা সাত্তায়াকে জানালে তিনি কোনো টাকা না নিয়েই চিনেবাদাম দিয়েছিলেন।

তবে সেই চিনেবাদাম বিক্রেতাকে তার সমস্ত ধার শোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোহন। অবশেষে সেই ধার শোধ করে গেলেন আমেরিকায় বসবাসকারী ভাই-বোন। আর এই ঘটনায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

Avatar

Koushik Dutta

X