কাঁচা বাদামের পর ভাইরাল ‘মুড়ি মুড়ি দিদি খাবেন মুড়ি’, নতুন গানে সকলের নজর কাড়লেন ঝালমুড়ি বিক্রেতা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গান ‘কাঁচা বাদাম’। রাতারাতি সোশ্যাল মিডিয়ার সেনসেশন হয়ে গিয়েছেন এই কাঁচা বাদাম গানের আসল গায়ক ভুবন বাদ্যকর। নিজের বিক্রি বাড়ানোর জন্যই অভিনব পদ্ধতিতে তৈরি করেছিলেন এই গান। কিন্তু হঠাৎ করেই একদিন কেউ তাঁর গানের ভিডিও পোস্ট করে নেটদুনিয়ায় আর যা ভাইরাল হতে একমুহূর্ত সময় নেয়নি।

বাংলা, হিন্দি দুই ভাষাতেই এই গানের রিমিক্স তৈরি হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই ভোজপুরী গানে কাঁচা বাদামের রিমিক্স তৈরি হয়েছে। ভোটের প্রচার থেকে শুরু করে জনপ্রিয় ইউটিউবারদের ভিডিওতে ডাক পেয়েছেন ভুবন বাদ্যকর। তবে এবার তার মতোই পথ অনুসরণ করতে দেখা গিয়েছে বীরভূমের আরেকজন বিক্রেতা ভাগবত নন্দীকে। বীরভূমের ইলামবাজারের জয়দেব কেন্দুলি এলাকার বাসিন্দা। তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা।

প্রায় ২৫ বছর ধরে সাইকেলে ঘুরে ঘুরে ঝালমুড়ি বিক্রি করেন তিনি। আর নিজের বিক্রি বাড়ানোর সাথে সাথেই ভাইরাল হওয়ার জন্য গান তৈরি করেছেন এই ব্যক্তি। এই গানের নাম ‘দিদি দিদি খাবেন মুড়ি।’ আর এই গান ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, এর আগেও আরেক বাদাম বিক্রেতাকে ভুবন বাদ্যকরকে অনুসরণ করে গান গাইতে দেখা গিয়েছিল। তিনিও ভালোই জনপ্রিয়তা পেয়েছিলেন।

কিন্তু ভুবন বাদ্যকরের জায়গায় এখনও কেউ পৌঁছাতে পারেননি। আসলে সব কিছুর মধ্যেই নতুনত্বের দিকে মানুষের ঝোঁক থাকে বেশি। এই জন্যই ভুবন বাদ্যকর এত বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। তার বাদাম বিক্রির পদ্ধতি ভালো লেগেছিল নেটিজেনদের।

Papiya Paul

X