সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন মাঝে মধ্যে এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসে যা দেখে সত্যি অবাক হতে হয়। সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ভিডিও, ছবি একদিকে যেমন মানুষের মনে আনন্দ সৃষ্টি করে তেমনি কিছু ভিডিও থাকে যা দেখে কষ্ট হয় নেটিজেনদের। পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা বিরল দৃশ্য চাক্ষুস করার অন্যতম মাধ্যম হল সোশ্যাল মিডিয়া। তবে শুধু দেখাই নয়, এর মাধ্যমে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে।
সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যে দেখে অনেক কিছু শেখার আছে। রাস্তাঘাটে চলাচলের সময় পশু-পাখিকে আমরা সকলেই দেখতে পাই। অনেকে আবার ইচ্ছে করে এই রাস্তার পশু-পাখিকে আঘাত করে। কেউ কেউ আবার পশু-পাখিকে খাবার দিতে চান না। পশুপাখির আঘাতের অনেক ঘটনাই খবরের পাতায় দেখা যায়। এখন অবশ্য পশুপ্রেমীর সংখ্যা বেড়েই চলেছে। পশুপাখিদের দেখভাল করার জন্য সংস্থা রয়েছে।
সম্প্রতি যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটা ৩-৪ বছরের বয়সের শিশু যে এখনো ঠিকমতো হাঁটতেই হয়তো শেখেনি। ভিডিও দেখে বোঝা যাচ্ছে অনেক গরিব পরিবারের শিশুটি। হয়তো রোজ ঠিকমতো খাবার জোটে না তার। কিন্তু ওই শিশুই নিজের হাতে চাপা কল পাম্প করছে, আর ওই জল একটা ছোট্ট কুকুর ছানাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এমনটাই ঘটেছে। ওই ছোট বাচ্চা বড়দের শিক্ষা দিয়ে দিয়েছে। দৈহিক দিক থেকে বড় হলেই হয় না মানসিক দিক থেকেও বড় হতে হয়। আর তার জলজ্যান্ত প্রমান হয়তো এই ছোট্ট শিশুটি।