সোমবার রাতে ঘোষণা হয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইবারের সব কৃতীদের নাম সামনে নিয়ে আসেন। এই তালিকাতেই আছে পাঁচ বছরের এক খুদে। যার নাম ধৃতিষ্মান চক্রবর্তী। এই খুদে মাত্র ৫ বছর বয়সেই দুর্দান্ত গান গাইতে পারে। সোমবার, সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা জানিয়ে এবছরের রাষ্ট্রীয় বাল পুরস্কার বিজেতা হিসেবে তার নাম ঘোষণা করেন। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আসামের এই খুদের কীর্তি।
At the tender age of 5 years, Dhritishman Chakraborty can sing fluently in five languages, holding the record of India’s youngest multilingual singer. I congratulate Dhritishman for winning the Rashtriya Bal Puraskar and wish him success. May he keep pursuing his passion. pic.twitter.com/aiwOkr656W
— Narendra Modi (@narendramodi) January 24, 2022
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট লেখেন, ‘মাত্র ৫ পবছর বয়সে ধৃতিষ্মান চক্রবর্তী স্পষ্ট অনঢ়গল পাঁচ ভাষায় গান গাইতে পেরে ভারতীয় রেকর্ড বুকে নাম লেখালো। ধৃতিষ্মানকে রাষ্ট্রীয় বাল পুরষ্কার জেতার জন্য ও ভবিষ্যতে আরও উন্নতি করার জন্য আমি শুভেচ্ছা জানাচ্ছি, তার এই দক্ষতা আরও প্রসিদ্ধ হোক’। এবছরে বিজেতা ২৯টি শিশুর প্রতিভার মধ্যে ধৃতিষ্মান অন্যতম। শুধু প্রধানমন্ত্রী নয়, ধৃতিষ্মানকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে পোস্ট করেন ইউনিয়ন মিনিস্টার স্মৃতি ইরানি।
তিনি লিখেছেন যে সংস্কৃত-সহ পাঁচ ভাষায় গান গাইতে পাড়ার এই প্রতিভার জন্য তাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত করা হয়েছে। এর সাথেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন যে ছোট্ট ধৃতিষ্মান আমাদের সকলকে গর্বিতে করেছে। আর্ট ও কালচার বিভাবে সে পেয়েছে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরষ্কার ২০২২, তাকে ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।
সূত্র মারফত জানা গিয়েছে, ধৃতিষ্মান এখনও পর্যন্ত ৪৩ টি মিউজিক ভিডিও কভার করেছে, যার মধ্যে ৩টি ইংরেজি, ৩৩টি হিন্দি, ৪ টি বাংলা ও ৩ টি অসমের ভাষায়। এমনকি মাত্র ১১ মাস বয়স থেকেই ধৃতিষ্মান গানের কথা মুখস্থ রাখতে পারত বলে জানা গিয়েছে। এই খুদে বড়ো হয়ে রক সিঙ্গার হতে চায়, তার মা-বাবা প্রতিটা মুহূর্তে তাকে সাপোর্ট দিয়ে চলেছেই।