বাদাম কাকুর দিন শেষ! ভুবনকে টেক্কা দিতে বাজারে এলো কাঁচা বাদাম জুতো, রইল ছবি

বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গান রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। এখনো লোকের মুখে মুখে সেই গান। দেশের মানুষের ভালোবাসার পাওয়ার সাথে সাথে সুদূর আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই বাদাম কাকুর গান। আসলে ইনস্টাগ্রামে এই মুহূর্তের ট্রেন্ডিং গান এই ‘কাঁচা বাদাম’। বাঙালী থেকে অবাঙালী সবাই এই গানে এখন কোমল দোলাতেই ব্যস্ত।

তবে এবার বাদাম কাকুর ট্রেন্ডকে ক্লিন বোল্ড করতে চলে এসেছে আরামবাগের এক জুতো ব্যবসায়ী। যিনি তৈরি করেছেন বাদাম জুতো। সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হচ্ছে এই বাদাম জুতোর ছবি। কলকাতা সিআইডি রোডের কাছে পদ্মপুকুরের একটি জুতার কারখানায় এমন জুতো আবিষ্কার দিকে নজর কেড়েছে সকলের। এখানকার জুতো ব্যবসায়ীরা ‘কাঁচা বাদাম’ জুতো আবিষ্কার করেছেন। কি সেই কাঁচা বাদাম জুতো?

এই জুতোর উপরে বাদামের ছবি আঁকা রয়েছে। আর উপরে লেখা রয়েছে কাঁচা বাদাম। আবার জুতোর পেছনে বাদামের আকৃতির কিছু জিনিস চোখে পড়ছে। বেগুনি, গোলাপি বিভিন্ন রংয়ের কাঁচা বাদাম জুতো বাজারে মিলছে। আরামবাগের এক ক্রেতা এই জুতো কিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।আর এই জুতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথে জনপ্রিয়তা বাড়ছে।

আপনি চাইলে এই জুতো কিনতে পারেন। এই জুতো কিনতে হলে অবশ্যই কলকাতা সিআইডি রোডের পদ্মপুকুরের কাছে আসতে হবে। কাঁচা বাদাম কন্টেন্ট এত বেশি ভাইরাল হয়ে গিয়েছে যে এখন তো বিভিন্ন গানের পাশাপশি কাঁচা বাদাম জুতো তৈরি হয়ে গিয়েছে।

Papiya Paul

X