বর্তমানে বেশিরভাগ মানুষই চাকরি করার থেকেও ব্যবসার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চিন্তাভাবনা করে থাকেন। আর তার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে তারা। তবে কোনো কাজেই এত সহজে সাফল্য আসে না। এর জন্য প্রয়োজন প্রচুর পরিশ্রম ও নিষ্ঠার। আজ এমনই এক সফল ব্যক্তির কথা আপনাদেরকে জানাবো। বহু মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন তিনি। এই ব্যক্তির নাম ‘অনুজ মুন্দ্রা(Anuj Mundra)’।
২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত জয়পুরের একটি শাড়ির দোকানে সাধারণ কর্মী হিসেবে কাজ করতেন। আর সেখানে তিনি বেতন পেয়েছেন প্রতি মাসে মাত্র ১৪০০ টাকা। এত কম রোজগারে তিনি কিভাবে নিজের জীবন চালাবেন সেটাই সব সময় ভাবতেন। আর এই ভাবনা থেকেই তিনি একদিন সিদ্ধান্ত নিয়েছিলেন ছোটখাটো ব্যবসা শুরু করার। এরপরে ২০০৩ সালে তিনি তার চাকরি ছেড়ে দিয়ে “স্যুট” পিসের ব্যবসা শুরু করেন। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে সেট কিনে দোকানদার ও বিক্রেতাদের কাছে বিক্রি করতেন।
এরপরে অর্থ সঞ্চয় করে তিনি জয়পুরের তার ব্লগ এবং প্রিন্টিং ইউনিট শুরু করেছিলেন। এই ব্যবসা তিনি ২০১২ সাল পর্যন্ত করেছিলেন। নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার জন্য কিছু বন্ধুর কাছ থেকে ৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং ব্যাংক থেকে লোন নিয়েছিলেন। এর পরে তিনি দশটি সেলাই মেশিন কিনে সেখানে কুর্তি এবং স্যুট সেলাই শুরু করেছিলেন।
এই সব পোশাকের ডিজাইনের দায়িত্বে ছিলেন তার স্ত্রী বন্দনা। প্রিন্টিং, ডিজাইন, সেলাই, ছাপা সমস্ত কিছুই তিনি করতেন। আর এই পণ্যগুলো তিনি স্ন্যাপডিল এবং জাবাঙের মতো সাইটে তালিকাভুক্ত করে বিক্রি শুরু করেন। এখন বর্তমানে তিনি কয়েক কোটি টাকার মালিক। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে যেকোনো কঠিন কাজে সফল হওয়া যায় সেটাই এই ব্যক্তি করিয়ে দেখিয়েছেন।