কর্মজীবনের 30 বছর পেরিয়ে গেলেও কর্মীদের কর্মদক্ষতা খতিয়ে দেখতে হবে বলে জানিয়ে দিলো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এবার থেকে সরকারি বেতনভুক্ত কর্মীর কর্মদক্ষতা বিচার করা হবে মৌলিক বিধি 56 (J) এবং 56 ( I) এছাড়াও সেন্ট্রাল সিভিল রুল হাজার 1972 এর 48( 1) ধারার আওতায়। কাজে ফাঁকি প্রমাণ হলেই অবসর নিতে হবে সেই সমস্ত সরকারি কর্মীদের।