ছোটবেলায় ছেলেমেয়েদের খেলনা দিয়ে খেলতে দেখা যায়। সেই সময়ে পড়াশোনার কোনো বালাই নেই সব সময় খেলতে দিলেই খুশি থাকে ছোট বাচ্চারা। তবে এর মধ্যে কিছু ব্যাতিক্রম বাচ্চা থাকে। ঠিক যেমন এই শিশুটি। আজকের এই প্রতিবেদনে এমন এক শিশুর কথা বলব যে খেলনা দিয়ে না খেলে কম্পিউটার দিয়ে খেলে সফল হয়েছে।
এই শিশুটির নাম তানিস মিত্তাল(Tanish Mittal)। ২০০৫ সালের ৭ নভেম্বর সে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আগ্রহ ছিল তার. আর তাই ছোট থেকেই পড়াশোনা ছেড়ে কম্পিউটার নিয়ে বেশি সময় কাটাতে ভালোবাসত তানিশ। এই ছেলে অষ্টম শ্রেণির পর স্কুল ছেড়ে কম্পিউটার ওয়েব ডিজাইন, ফটোশপ ইত্যাদি করা শুরু করে।
তানিশ কম বয়সে ‘অ্যাডভান্সড পিজি ডিপ্লোমা লেভেল কোর্স ইন অ্যানিমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি’-এর মতো বেশ কিছু কোর্স সম্পন্ন করেছে। তার বাবা নিতিন মিত্তাল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং মাত্র ৬ বছর বয়সে বাবার কাছেই কম্পিউটারের প্রাথমিক শিক্ষা নেয় তানিশ। আর ছেলের বিরল এই প্রতিভা দেখেই তানিশকে স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে সমর্থন করেছিলেন নিতিন।
আর এরপরেই সফটওয়্যারে কাজ থেকে শুরু করে ওয়েব ডিজাইন, এথিক্যাল হ্যাকিং এর মত অনেক কিছু শিখে নেয় অষ্টম শ্রেণীতে পড়া এই ছেলে। মাত্র ৯ বছর বয়সেই ইন্টারনেটের সাহায্যে কম্পিউটারে অ্যানিমেশন, ভিডিও এডিটিং, ফটোশপ এবং অ্যানিমেশনের মতো নানা কাজ করতে শিখে যায়। আর এই জন্য ছেলেকে এক আলাদা পরিচয় দিতে চেয়েছিলেন নিতিন বাবু।
এরপরেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে আরো কিছু জিনিস শেখানোর জন্য ভর্তি করিয়ে দেন তার বাবা। আর এরপরে এত কম বয়সেই (Innowebs Tech) নামে একটি কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও হয়ে যান তানিশ মিত্তাল।