বিশ্বের সর্বাধিক বিক্রিত ৫ টি ভারতীয় হুইস্কি ব্যান্ডের নাম, যেগুলির বার্ষিক বিক্রি শুনলে ঘাবড়ে যাবেন

পৃথিবীতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের নেশা রয়েছে। যার মধ্যে অ্যালকোহলের নেশা করেন বহু মানুষ। অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর সেটা সকলেই জানে। কিন্তু যারা এই নেশাতে ডুবে গিয়েছেন তাদের আটকানো খুব কঠিন কাজ। বিশ্বের সর্বাধিক বিক্রিত জিনিসগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে এটি। এই অ্যালকোহলের আবার বিভিন্ন ধরণ রয়েছে। গবেষণা করে জানা গিয়েছে, সারা বিশ্বের তরুণদের মধ্যে ‘বিয়ার’ খুব পছন্দের আবার অন্যদিকে ‘ওয়াইন অ্যান্ড হুইস্কি’ পছন্দ করেন একটু বেশি বয়সী ব্যক্তিরা।

‘ফোর্বসের’ একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের ২৫ টি সর্বাধিক বিক্রিত উইস্কি ব্র্যান্ডের মধ্যে ১৩ টি ব্র্যান্ড ভারতের। আবার সবচেয়ে বেশি বিক্রি হওয়া হুইস্কিও ভারতের তৈরি। বিশ্বের মধ্যে ভারতের মানুষ সবচেয়ে বেশি ‘হুইস্কি’ ব্যবহার করেন। এরপরই রয়েছে আমেরিকা, ফ্রান্স, জাপানের মত দেশ। এই প্রতিবেদনে এমনই কিছু ব্র্যান্ডের উল্লেখ করব যেগুলোর বার্ষিক বিক্রি জানলে আপনার চোখ কপালে উঠবে।

১) ম্যাক ডওয়েলস (McDowell’s)- এটি ভারতের সবথেকে বেশি বিক্রিত হুইস্কি। এটি বিজয় মালিয়ার মালিকানাধীন ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ’ কোম্পানির তৈরী। জানা গিয়েছে, বার্ষিক বিক্রি ২৭.৬৩ কোটি লিটার।

২) অফিসার চয়েস (Officer’s Choice)- ‘অ্যালাইড ব্লেডারস অ্যান্ড ডিস্টিলারিজ’ কোম্পানি এটিকে তৈরি করেছে। এই হুইস্কির বার্ষিক বিক্রি ২৭.৫৪ কোটি লিটার।

৩) ইম্পেরিয়াল ব্লু (Imperial Blue)- ‘Pernod Ricard’ কোম্পানি এটিকে তৈরী করেছে। এটির বার্ষিক বিক্রি ২৩.৯৭ কোটি লিটার।

৪) রয়্যাল স্ট্যাগ (Royal Stag)- Pernod Ricard কোম্পানি এটিকেও তৈরী করে। এর বার্ষিক বিক্রি ১৯.৮০ কোটি লিটার।

৫) জনি ওয়াকার (Johnnie Walker) – এটি হল স্কটিশ কোম্পানি ডিয়াজিওর জনি ওয়াকার। এটির বার্ষিক বিক্রি ১৬.৫৬ কোটি লিটার।

Papiya Paul

X