দীর্ঘদিনের লড়াই শেষ। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতার পর অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে। মুম্বাইয়ের একটি হাসপাতালে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চিকিৎসকদের অনেক চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
রবিবার সকালে রাজ্যের মন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, “আমাদের প্রবীণ সহকর্মী, দলের নেতা এবং ক্যাবিনেট মন্ত্রী সাধন পান্ডে আজ সকালে মুম্বাইয়ে মারা গিয়েছেন। দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। এই হারে গভীর ব্যথিত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব, অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”
সাধন পান্ডের কন্যা শ্রেয়া পান্ডে জানিয়েছেন, গত ১১ ফেব্রুয়ারি থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক। রবিবার বিকেলেই তাঁর দেহ আনা হবে কলকাতায়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও সুজিত বসু বিমানবন্দরে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।