মধ্যবিত্তদের মাথায় হাত! একলাফে রান্নার গ্যাসের দাম ১০০০ টাকার উপরে, রইল দামের তালিকা

যত দিন যাচ্ছে ততই নিত্যনৈমিত্তিক জিনিসের দাম বেড়েই চলেছে। আর এতে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা। মঙ্গলবারও এলপিজি গ্যাসের দাম এক ঝটকায় অনেকটাই বেড়ে গিয়েছে। এদিন ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু শহরে গ্যাসের দাম ১০০০ টাকা বেশি হয়ে গিয়েছে।

দেশের ১১ টি শহরে একটি সিলিন্ডারের দাম ১০০০ টাকা ছাড়িয়েছে। মধ্যপ্রদেশের ভিন্ড শহরে আপনাকে একটি সিলিন্ডার এর জন্য খরচ করতে হবে ১০৩১ টাকা। আবার গোয়ালিয়রের গ্যাসের দাম ১০৩৩.৫০ টাকা। মধ্যপ্রদেশের মোরেনাওতে সিলিন্ডারের দাম ১০৩৫ টাকা। বিহারে দাম আরো বেশি। পাটনায় দিতে হবে ১০৪৮ টাকা, ভাগলপুরে দিতে হবে ১০৪৭.৫০ টাকা। বিহারের ঐরঙ্গবাদে প্রতি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১০৪৬ টাকা।

ছত্তিশগড়ের কাঙ্কেরে গ্যাস সিলিন্ডার প্রতি দিতে হবে ১০৩৮ টাকা। আবার রায়পুরে ১০৩১ টাকা দিতে হবে। একই সময়ে, উত্তরপ্রদেশের সোনভদ্রে দাম বেড়ে হয়েছে ১০১৯ টাকা। যদিও দেশের বড় শহরগুলোতে এখনো গ্যাস সিলিন্ডারের দাম ৯৫০-১০০০ এর মধ্যে। দিল্লি ও মুম্বাইতে ৯৪৯.৫০, কলকাতায় ৯৭৬ টাকা, জয়পুরে ৯৫৩.৫০ টাকা এবং ভোপালে ৯৫৫.৫০ টাকা।

Papiya Paul

X