গম চাষের ক্ষেত্রে যথেষ্ট সুনাম রয়েছে পাকিস্তানের। কিন্তু সে দেশেই এখন আকাশছোঁয়া দাম আটার। অবস্থা এমনই যে বাইরে থেকে আমদানি করতে হচ্ছে আটা। যার ফলে সেখানে রুটির গায়ে হাত দিলেই ছ্যাঁলা লাগছে আমজনতার। পাকিস্তানের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, তাদের দেশে এখন এক কেজি আটার দাম ৫৪ টাকা। কোথাও কোথাও আবার সেই দাম ঊঠেছে ৬০ টাকা বা তারও উপরে!
Published By,