গঙ্গারাম,বাংলা ধারাবাহিক,টিআরপি,বিনোদন,Gangaram,Bengali Serial,TRP,entertainment

‘মহাপীঠ তারাপীঠ’- র মতো সিরিয়ালের জায়গায় গঙ্গারাম কেন! ‘বস্তাপচা সিরিয়াল’ বন্ধের দাবিতে সরব দর্শকেরা

গত বছর ২৯ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে স্টার জলসার মেগা সিরিয়াল ‘গঙ্গারাম’। ধারাবাহিকটি শুরুর প্রথম কিছুদিন দর্শকদের মধ্যে সাড়া ফেললেও সম্প্রতি ভাটা পড়েছে তার জনপ্রিয়তায়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হচ্ছে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের।

এমতাবস্থায় ভালো টিআরপি না আসার জন্য ধারাবাহিকটিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। বলাইবাহুল্য এমন খবরে খুশিই ছিলেন অনেকে। দর্শকদের বক্তব্য, ধারাবাহিকে নেই কোনও ভালো চিত্রনাট্য, না ঠিক আছে গল্পের বাঁধুনি এরপরও ‘মহাপীঠ তারাপীঠ’এর মতো ভালো সিরিয়াল বন্ধ করে এসব সম্প্রচার করার কোনও মানে হয়না। টিআরপি না থাকা সত্ত্বেও অযথাই এই ধারাবাহিককে টেনে নিয়ে চলেছেন চ্যানেল কতৃপক্ষ, এমনটাই দাবি নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় আসা কমেন্ট, পোস্ট, মিম থেকে একটা কথা স্পষ্ট ‘গঙ্গারামকে নিয়ে মোটেও খুশি নয় দর্শকমহল। শুধু নিজেদের ওয়ালেই নয় চ্যানেলের অফিসিয়াল পেজেও উগরে দিয়েছেন ক্ষোভ। সকলেরই একটাই আবেদন যে, অবিলম্বে বন্ধ করা হোক ‘গঙ্গারাম’।

সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজে এই ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছিলো। এরপর থেকেই পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে নেটিজেনদের কটাক্ষে। এই প্রোমোতে গঙ্গারামকে আটা মেখে কাঁদতে দেখে সহানুভূতি তো আসেইনি উল্টে বেজায় ক্ষুব্ধ নেটনাগরিকরা।

কেউ কেউ লিখেছেন, ‘মহাপীঠ তারাপীঠ’-এর মতো সিরিয়াল বন্ধ করে এই পাগলের সিরিয়াল চলছে, বন্ধ করুন এসব”। আবার কেউ ধারাবাহিকটিকে ‘বস্তাপচা’ আখ্যা দিয়ে বলেছেন, “এই ফালতু, বস্তাপঁচা সিরিয়ালটা কে এখনো কেন চালাচ্ছেন, অবিলম্বে বন্ধ করুন”।

Avatar

Moumita

X