রোহিত শর্মার অনুপস্থিতে জিম্বাবুয়ে সফরে দলে নেওয়া হয়েছিল ভারতের তরুণ ওপেনার শুভমান গিল কে। ডান হাতি ওপেনার ব্যাটসম্যান হওয়ার কারণে রোহিতের পরিবর্তে দলে ওপেন করেছিলেন গিল। আর জিম্বাবুয়ের বিরুদ্ধে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরমেন্স করে দলকে ম্যাচ জিতলেন গিল।
ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি ম্যাচে ৯৮ রানে অপরাজিত থাকার পরে বৃষ্টি নেমে যায়। সে ম্যাচে আন্তর্জাতিক সেঞ্চুরি হাতছাড়া করেন শুভমন। সেঞ্চুরি না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচের সেঞ্চুরি করলেন গিল।
আর ম্যাচ শেষে নিজেরে এই সেঞ্চুরির কৃতিত্ব ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং কে দিলেন গিল। গিল বলেন, ‘‘জ়িম্বাবোয়ে সিরিজ় শুরু হওয়ার আগে যুবি পা-এর সঙ্গে অনেক কিছু নিয়েই কথা হয়। তাকে বলেছিলাম, সেঞ্চুরি পাচ্ছি না। খুব হতাশ লাগছে। যুবি পাজি আমাকে বেশ কিছু মূল্যবান পরামর্শ দিয়েছিল। যা আমাকে সেঞ্চুরি করতে সাহায্য করেছে।”