বলিউড,বিনোদন,গসিপ,অনিল কাপুর,জন আফার,লুক অ্যালাইক,Bollywood,Entertainment,Gossip,Anil Kapoor,Look alike,Johneffer

প্রকাশ্যে এলো অনিল কাপুরের হামশকল, ছবি দেখে আসল-নকল কিছুই চিনতে পারবেন না

সময়ের সাথে সাথে বয়সের ছাপ দেখা যায় সবার চেহারাতেই। কিন্তু কখনও কি দেখেছেন কালের প্রবাহে বয়স কমে গিয়েছে? এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমরা কার কথা বলছি। চিরতরুণ অনিল কাপুরের কথা হচ্ছে আজকের প্রতিবেদনে। তবে আজকের মূল প্রসঙ্গ কিন্তু তিনি নন, বরং তার সাথে সম্পর্কিত অন্য একজন। আর এই ব্যক্তিই সম্প্রতি ব্যাপক সাড়া ফেলেছে নেট মাধ্যমে।

প্রসঙ্গত, এর আগেও বহুবার আমরা বলি তারকাদের হামশকলকে দেখেছি। আলিয়া, কিয়ারা, শ্রীদেবী, সলমন থেকে শুরু করে শাহরুখ, ঐশ্বর্য প্রায় প্রত্যেকেরই লুক অ্যালাইকদের নিয়ে কম তোলপাড় হয়নি। অবিকল একইরকম বাচনভঙ্গি, একইরকম হাসি, একইরকম মুখের গড়ন নিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়েছেন এই হামশকলরা।

আর এবার এই তালিকা থেকে বাদ গেলেননা খোদ মিস্টার ইন্ডিয়া অনিল কাপুরও। সম্প্রতি ইনস্টাগ্রামের একটা পোস্ট নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক অবিকল যেন অনিল কাপুর। ঐ একইরকম চেহারার একজন মার্কিন ফিটনেস ট্রেনার তথা বডি বিল্ডার জন আফার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি মিরর সেলফি পোস্ট করেছেন। সাথে জুড়েছেন একটা বেশ ইন্টারেস্টিং ক্যাপশন।

বলিউড,বিনোদন,গসিপ,অনিল কাপুর,জন আফার,লুক অ্যালাইক,Bollywood,Entertainment,Gossip,Anil Kapoor,Look alike,Johneffer

ছবিটি প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ছড়াতে খুব বেশি সময় নেয়নি। ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে, অনিল কাপুরের একটি পুরোনো দিনের ছবির সাথে কোলাজ করেছেন নিজের ছবি। একইরকম গোঁফ, একইরকম মুখের আদল। অনিল কাপুর যদি কখনও নিজের বডি তৈরি করাতে মন দিতেন তাহলে ঠিক এমনটাই দেখতে লাগতো তাকে।

বলিউড,বিনোদন,গসিপ,অনিল কাপুর,জন আফার,লুক অ্যালাইক,Bollywood,Entertainment,Gossip,Anil Kapoor,Look alike,Johneffer

জন আফার তার এই ছবিতে অনিল কাপুরকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, “আমি বলিউড থেকে একটা কলের অপেক্ষায় আছি। এটা কোথায়? বাচ্চারা তিনি একজন মহান অভিনেতা, এটা আমার বাবা বলতেন” সত্যি বলতে জন আর অনিল কাপুরের মধ্যে মিল দেখে সবাই হতবাক। আর সবথেকে মজার বিষয় হলো ছবিটি সামনে আসতেই জনের কমেন্ট বক্স ভরে গিয়েছে ভারতীয়দের কমেন্টে।

কেউ লিখেছে, ‘আপনি আর কিছুক্ষণের মধ্যেই বলিউডে থাকবেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই ফ্রম ইন্ডিয়া’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ওহ মাই গড! একেবারেই দেখতে একরকম’। এরই মধ্যে আরো একটা কমেন্টে তো জাহ্নবী কাপুরকেও ট্যাগ করা হয়েছে। যাই হোক সবে মিলিয়ে নেটিজনরা বেশ এঞ্জয় করছে বিষয়টা।

Avatar

Moumita

X