প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা,ভুয়ো খবর,পিআইবি,ফ্যাক্ট চেক,PM Kanya Ashirvad Yojana,Fake News,PIB,Fact Check

কন্যা সন্তান থাকলেই মিলবে দেড় লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের এই যোজনা সম্পর্কে অবশ্যই জেনে রাখুন

বাড়িতে কন্যা সন্তান থাকলেই সরকার থেকে পাবেন দেড় লক্ষ টাকা। সম্প্রতি এমনই একটা খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। খবরের সারমর্ম এই যে, বাড়ির কন্যাসন্তানদের আর্থিকভাবে সুরক্ষিত করতেই এই টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ফোনে মেসেজ থেকে শুরু করে কিছু ইউটিউব চ্যানেলের তরফ থেকেও এই দাবি করা হয়েছে। যার ফলে জনগণের উৎসাহ আরও দ্বিগুন হয়ে গেছে।

আপনার কাছেও এসেছে কি এই মেসেজ? যদি আপনিও এই মেসেজ পেয়ে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই আপনার পড়া উচিত। কারণ আজকের সোশ্যাল মিডিয়ার যুগে এরকম নানান ধরনের খবর ভাইরাল হতে থাকে। এমতাবস্থায় কোন খবর সত্যি আর কোন খবর মিথ্যা তা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।

আর এই সমস্ত খবর সত্যি কি না, সেই ব্যাপারে জানতে ফ্যাক্ট চেক করার একটি সংস্থা বানিয়েছে ভারত সরকার। সাধারণত PIB বা Press Information Bueroue এরকম খবরের সত্যতা যাচাই করে থাকে। চলুন দেখা যায় PIB এই খবর সম্পর্কে কি বলেছে। জেনে নিন সরকার সত্যিই প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা নামে কোনও প্রকল্প শুরু করেছে কিনা–

PIB নিজেদের ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করে প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনার সম্পর্কে বিশদে জানিয়েছে। আর সেখান থেকেই প্রাপ্ত তথ্য অনুযায়ী এই খবরটি নাকি সম্পূর্ণ ভুয়ো। বাস্তবে এরকম কোনো স্কিম আনেনি সরকার। পাশাপাশি PIB জনগণকে সতর্ক করে জানিয়েছে যে, ‘এই ধরনের বার্তার ছলে পা দিয়ে কারও কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।’

প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো যে, আপনিও যদি এই ধরণের কোনো সন্দেহজনক খবর পেয়ে থাকেন এবং তার সত্যতা যাচাই করতে চান তাহলে PIB-র অফিশিয়াল লিঙ্কে গিয়ে সত্যতা যাচাই করতে পারেন। সংস্থাটির লিঙ্ক হলো https://factcheck.pib.gov.in/ । পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে নম্বরটি হলো 8799711259 বা ইমেল আইডি
[email protected] -এ মেল করে স্কিমগুলির সত্যতা সম্পর্কে জানতে পারেন।

Avatar

Moumita

X