বলিউডের এখন সাড়ে সর্বনাশ অবস্থা। চলতি বছরে হাতে গোনা গুটি কয়েক ছবি ছাড়া প্রতিটি ছবিই খুব বাজেভাবে মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। লাভের মুখ তো দেখেইনি উলটে ছবির খরচ তুলতে তুলতেই নাজেহাল অবস্থা সবার। এমতাবস্থায় আসন্ন যে কয়টি ছবিকে নিয়ে বলিউড নিজেদের হৃত স্থান পুনরুদ্ধার করার চেষ্টা করছে তার মধ্যে পাঠান অন্যতম।
বক্স অফিসে ঠিক কত টাকা তুলতে সক্ষম হবে শাহরুখের এই বিগ বাজেটের ছবি? এই প্রশ্ন সবার মনে ঘুরলেও এর উত্তর দেওয়া এখনই সম্ভব নয়। তবে ছবির কলাকুশলীদের পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠবে তা কনফার্ম। সম্প্রতি মিলেছে ‘পাঠান’ ছবির তারকাদের পারিশ্রমিকের খতিয়ান।
প্রসঙ্গত উল্লেখ্য, যেদিন থেকে ছবির ঘোষণা হয়েছে সেদিন থেকেই মুখিয়ে রয়েছে দর্শকরা। একে তো শাহরুখ তার উপর অভিনেতার কাম ব্যাক ফিল্ম। এই ছবির উন্মাদনা যে রেকর্ডব্রেক হবেই তা তো বলাই বাহুল্য। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের মত তারকাদের।
বলিপাড়ায় খবর এখনো অবধি এটাই নাকি যশরাজের সবচেয়ে বড়ো বাজেটের প্রোজেক্ট। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সিদ্ধার্থ আনন্দের এই স্পাই ড্রামায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। এই চরিত্রের জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন প্রায় ২০ কোটি টাকা।
পাশাপাশি নায়িকার চরিত্রে দীপিকা নিয়েছেন প্রায় ১৫ কোটি টাকা। তাহলে মূখ্য চরিত্র শাহরুখ? এইমুহুর্তে যে খবর ছড়িয়েছে তা যদি সত্যি হয় তাহলে কিং খানের পারিশ্রমিক সত্যিই অবাক করার মতো। জানিয়ে রাখি, একটা গোটা সিনেমার বাজেট বলিউড বাদশার পারিশ্রমিকের সমান।
শোনা যাচ্ছে ছবিটির জন্য নাকি ১০০ কোটি টাকা ডিমান্ড করেছেন শাহরুখ খান। তার সাথে ছবির লভ্যাংশ পাওয়ারও চুক্তি রয়েছে তার সঙ্গে। দীর্ঘ চার বছরের বিরতির পর এই ছবির হাত ধরেই পর্দায় ফিরছেন কিং খান। তাই উত্তেজনার পারদও চড়েছে ভালোই।
সম্প্রতি ছবির ট্রেলার মুক্তির দিনে নায়ক লিখেছিলেন, “জানি দেরি আছে, কিন্তু দিনটা যেন মনে থাকে। ২৫ জানুয়ারি, ২০২৩, দেখা হবে প্রেক্ষাগৃহে। হিন্দি, তামিল আর তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পঠান’।” প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে শুরু হয়েছিল ছবির শুটিং। করোনা অতিমারির জন্য মাঝে বন্ধ হয়ে যায় ছবির কাজ। তারপরেই ছেলে আরিয়ান খানের মাদক কান্ডের কারণে বন্ধ ছিল কাজ। অবশেষে ছবির কাজ শেষ করে এখন মুক্তির অপেক্ষা।