একগুচ্ছ ফ্লপের পর সম্প্রতি নিজের কেরিয়ারে বেশ বড়ো রকমের দায়িত্ব নিয়েছেন অক্ষয় কুমার। পৃথ্বীরাজ চৌহানের পর ফের একবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ইতিহাসের অন্যতম বীরপুরুষ ছত্রপতি শিবাজির ভূমিকায়। যদিও এবার হিন্দি নয়, বরং তাকে দেখা মারাঠা ছবিতে।
সূত্রের খবর, ছবিটি পরিচালনা করবেন মহেশ মঞ্জরেকর এবং ছবির নাম ‘বেদত মরাঠে বীর দৌদলে সাত’। তবে এটা যে কেবলই মারাঠা ছবিতে প্রথম কাজ তাই নয়, পাশাপাশি পরিচালক মহেশ মঞ্জরেকরের সাথেও প্রথম কাজ করতে চলেছেন অক্ষয় কুমার। গত মঙ্গলবার এই ছবির আনুষ্ঠানিক ঘোষণায় অক্ষয় জানিয়েছেন, ‘বহুদিন ধরে শিবাজির চরিত্রে অভিনয় করার ইচ্ছে ছিল। সেই স্বপ্ন এবার সত্যি হতে চলেছে।’
এইদিন মুম্বইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং রাজ ঠাকরে। সকলের উপস্থিতিতে অভিনেতা বলেন, ‘আমার স্বপ্ন সত্যি হল। নিজের জন্য উপযুক্ত চরিত্র খুঁজে পেলাম এ বার। ছত্রপতি শিবাজির মতো ঐতিহাসিক নায়ককে বড় পর্দায় ফুটিয়ে তোলা বিশাল দায়িত্ব। মহেশ মঞ্জরেকরের সঙ্গেও প্রথম বার কাজ করতে চলেছি। নতুন রকমের এক অভিজ্ঞতার অপেক্ষায়।’
প্রসঙ্গত, এর আগে মহারাজা পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। যদিও সেই ছবি বিশেষ সাড়া জাগানো তো দূর উলটে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তারপর থেকেই কটাক্ষ আর বিদ্রুপ ঘিরে ধরেছে অক্ষয়কে। এমতাবস্থায় আগামী ছবিতে ছত্রপতি শিবাজির মতো বীরপুরুষের ভূমিকা যে তাকে অনেক গুলো চ্যালেঞ্জের সম্মুখীন করে দিয়েছে তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, বিগত সাত বছর ধরে শিবাজিকে নিয়ে গবেষণা করেছেন মহেশ মঞ্জরেকর। শুধু অক্ষয় নয় এটি পরিচালক মহেশের কাছেও এটি ড্রিম প্রোজেক্ট। পরিচালকের কথায়, ‘এ আমার ড্রিম প্রজেক্ট। সাত বছর ধরে গবেষণা করছি। আশা করছি, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রির সবথেকে বড় ছবি হতে চলেছে এটি। আমি চাই মানুষ ছত্রপতি শিবাজি মহারাজের গল্প জানুক’।
সত্যি বলতে ‘শিবাজি’ শুধু একটা নাম নয় গোটা ভারতীয় সংস্কৃতি মনষ্ক মানুষের কাছেই একটা আবেগ। তাই এই ছবি নিয়ে সকলেরই একটা ভালো রকম প্রত্যাশা তৈরি হয়ে গিয়েছে। এমতাবস্থায় অক্ষয় কি আদৌ এই চরিত্রের জন্য ফিট? এই প্রশ্নের উত্তরে পরিচালক জানান, অক্ষয় শিবাজির চরিত্রে একদম সঠিক। ছবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, ‘এই ছবি সুপারহিট হতে চলেছে। আমার শুভ কামনা রইল।’