আর কয়েকদিন পরেই বিদায় নেবে ২০২২। নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে এল বছরের ভারতের সেরা ব্যক্তিত্বদের নাম। গুগলের ইয়ার ইন সার্চের (Google Year In Search) তালিকা এল সামনে। অর্থাৎ দেশের কোন ব্যক্তিকে নিয়ে মানুষের সবচেয়ে বেশি কৌতুহল সেটাই জানানো হয় এই তালিকায়।
আর চলতি বছরের এই কাঙ্খিত তালিকায় জায়গা করে নিয়েছে এক বাঙালি। সেরা দশের মধ্যে নিজের দেশের মানুষকে দেখে আনন্দের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। আর এই তালিকা দেখে গর্বিত গোটা বাংলা। কারণ গুগলের এই সার্চে জায়গা করে নিয়েছে এক বঙ্গ তনয়া।
জানিয়ে রাখি তিনি আর কেউ নন, বাঙালি অভিনেত্রী সুস্মিতা সেন। জানিয়ে রাখি, গোটা বাংলা থেকে কেবল একজনই জায়গা করে নিয়েছেন সেরা দশের তালিকায়। এই বয়সে এসেও তিনি প্রমাণ করে দিলেন যে, তিনিই সেরা। একমাত্র বাঙালি তারকা হিসেবে সুস্মিতাই কেবল জায়গা পেয়েছেন এই তালিকায়।
জানিয়ে রাখি, শুধু সুস্মিতাই নয়, এই তালিকায় জায়গা করে নিয়েছেন ললিত মোদীও। আর এই তালিকা থেকে এটা স্পষ্ট যে, ললিত মোদী এবং সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে যে গুজব উঠছিল তার জেরেই তাদের দুজনকে নিয়ে মানুষের আগ্রহ বেড়ে উঠেছিল। দুজনের সম্পর্কের গুঞ্জন ছড়াতেই অনেকেই সুস্মিতাকে কুরুচিকর আক্রমণও করেছিলেন সেই সময়।
তবে সেই সব কটাক্ষের সপাটে জবাব দিয়েছেন অভিনেত্রী। ভারত সেরা এই তালিকায় তিনি পঞ্চম স্থান দখল করেছেন। আর তারপর থেকেই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন। প্রসঙ্গত উল্লেখ্য, খুব শীঘ্রই সুস্মিতাকে একজন তৃতীয় লিঙ্গের মানুষ এবং সমাজ সেবিকা গৌরী সাওয়ান্তের চরিত্রে দেখা যাবে।