সম্প্রতি মধ্যপ্রাচ্যে আয়োজিত রেড সি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তারকা। উপস্থিত ছিলেন রণবীর কাপুরও। অনুষ্ঠানের মঞ্চে অভিনেতা জানান নিজের সুপ্ত ইচ্ছের কথা। তিনি জানিয়েছেন, নিজের পরিচালিত ছবিতে তিনি নিজেই অভিনয় করতে চান।
তবে শুধু এখানেই থেমে থাকেননি অভিনেতা। এর সাথে আরো একটা ইচ্ছের কথা তিনি বলেছেন যা শুনে কার্যত হতবাক হয়ে গেছে গোটা দেশ। তিনি নাকি ভারতের পর এবার পড়শি দেশ পাকিস্তানে গিয়ে কাজ করতে চান। কী এমন হল যে তিনি পাকিস্তানে যেতে চান?
একথা তো সকলেই জানেন যে, পড়শি দেশ পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক মোটেও ভালো নয়। সাপে-নেউলের সম্পর্কও বোধহয় এর চেয়ে ভালো হয়। আর সেই দেশেই নাকি কাজ করতে চান রণবীর কাপুর। অভিনেতার এই বক্তব্য ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, এইদিন রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে ভ্যারাইটি আন্তর্জাতিক ভ্যানগার্ড অ্যাক্টর অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয়। অনুষ্ঠান চলাকালীন একটি প্যানেলে উপস্থিত ছিলেন রণবীর। সেখানে তাকে এক পাকিস্তানি ফিল্ম নির্মাতা জিজ্ঞেস করেন, অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে অফার এলে তিনি কী কাজ করবেন?
উত্তরে রণবীর জানান, বিগত ছয় বছর যাবৎ পাকিস্তানি শিল্পীরা ভারতে এসে কাজ করতে পারছেনা। একইরকম ভাবে ভারতীয়রাও পারছেনা পাকিস্তানে কাজ করতে। অভিনেতার এই উত্তরে সেই পাকিস্তানি নির্মাতা জিজ্ঞেস করেন, ‘এখন তো আমাদের কাছে সৌদি আরবের মতো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা যৌথভাবে ছবি করতে পারি। আপনি কি রাজি হবেন আমার পাকিস্তানি দলের সঙ্গে মিলে সৌদি আরবে কাজ করতে?’
এই কথা শুনে তৎক্ষণাৎ সম্মতি জানান রণবীর কাপুর। তিনি বলেন, ‘কেন নয়, নিশ্চয় করব স্যার। আমি মনে করি শিল্পীদের কখনই কোনও কাঁটাতার আটকে রাখতে পারে না। তাদের জন্য কাঁটাতার নয়। আমি ভালোবেসে কাজটা করব। অবশ্যই করব।’ পাশাপাশি তিনি ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’ ছবির জন্য শুভেচ্ছাও জানিয়েছেন রণবীর কাপুর।