সম্প্রতি বড় ঘোষণা এসেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকোভারির তরফ থেকে। খবর মিলেছে, আবারও নতুন করে শুরু হবে DC ফ্র্যাঞ্চাইজি। আর এবার এটি DCEU নামে পরিচিত হবে। এরই সাথে এটাও জানা গেছে যে, সুপারম্যান অর্থাৎ হেনরি ক্যাভিলও এতে ফিরছেন। এমতাবস্থায় যদি ভারতে এই ফ্র্যাঞ্চাইজি বানানো হয় তাহলে তা কেমন হবে? চলুন একঝলক দেখে নিই সেই তালিকা।
১. ব্যাটম্যান (হৃতিক রোশন) : ব্যাটম্যান হল ডিসি ইউনিভার্সের সবচেয়ে মূল্যবান সুপারহিরোদের মধ্যে একজন। অনুরাগীদের মতে এই চরিত্রের জন্য ঋত্বিক রোশন একেবারেই পারফেক্ট।
২. অ্যাকোয়াম্যান (রণবীর সিং) : অ্যাকোয়াম্যান হলেন আটলান্টিস সাগরের রাজা। তার কাছে অনেক অলৌকিক ক্ষমতা। অনুরাগীদের মতে এই চরিত্রের জন্য রণবীর সিং একেবারেই পারফেক্ট।
৩. ওয়ান্ডার ওম্যান (সুস্মিতা সেন) : ওয়ান্ডার ওম্যান কারো চেয়ে কম নয়। নানা ধরণের ক্ষমতার অধিকারিনী এই মহিলার ওপর ক্রাশ খায়নি এমন মানুষ দূর্লভ। এমতাবস্থায় ভক্তদের মতে সুস্মিতা সেন হয়তো এই চরিত্রের জন্য যথাযথ।
৪. সুপারম্যান (অর্জুন রামপাল) : মানুষের ভালোর জন্য নিজের পাওয়ারকে কাজে লাগান সুপারম্যান। এই সুপারহিরোর ভূমিকায় অর্জুন রামপাল পারফেক্ট হবেন।
৫. সাইবোর্গ (সিদ্ধান্ত চতুর্বেদী) : Cyborg হল অর্ধেক মানুষ এবং অর্ধেক মেশিন। যার রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির পরাশক্তি। এই চরিত্রে সিদ্ধান্ত চতুর্বেদীকে ভালো মানাবে বলেই মনে করছে ভক্তরা।
৬ দ্য ফ্ল্যাশ (রোহিত সরফ) : বিদ্যুতের গতিতে দৌড়ানোর ক্ষমতা রয়েছে ফ্ল্যাশের। বলিউডের উদীয়মান অভিনেতা রোহিত সরফকে এই চরিত্রে দেখতে চাইছে ভক্তরা।
৭. গ্রীন ল্যান্টার্ন (টাইগার শ্রফ) : Green Lantern হল একই নামের ডিসি কমিকস চরিত্রের উপর ভিত্তি করে ২০১১ সালের আমেরিকান সুপারহিরো ফিল্ম। ভক্তরা এই চরিত্রের জন্য টাইগার শ্রফকে কল্পনা করছেন।