শাহরুখ খান, বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। কেরিয়ারের শুরুটা ছোটপর্দা দিয়ে শুরু হলেও আজ পৌঁছে গেছেন বিশ্ব সেরা তারকার তালিকায়। কিন্তু সেই তরুণই যে একদিন গোটা বিশ্ব কাঁপাবেন তা কে জানতো! হাজারো বিতর্ক সত্ত্বেও যার জনপ্রিয়তা ম্লান হয় না। অগুন্তি ভক্তর কাছে এখনো তিনি কিং খান।
তবে শেষ কয়েকটা বছর একেবারেই ভালো যায়নি তার। একটার পর একটা ছবি ফ্লপ হওয়ায় একেবারে অন্তর্ধানেই চলে গেছিলেন তিনি। এরপর দীর্ঘ ৫ বছর বিরতির পর অবশেষে পর্দায় ফিরছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার বহুল চর্চিত ছবি ‘পাঠান’।
শুধু ‘পাঠান’ই নয়, আরো দুটি ছবি রয়েছে পাইপলাইনে। অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’। তবে সম্প্রতি শাহরুখ জানিয়েছেন যে, তার নাকি মাত্র এক বছরই বিরতি নেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু ভেস্তে দেয় করোনা।
অনাকাঙ্ক্ষিত লক ডাউন তার এই বিরতিকে আরো দীর্ঘায়িত করে। সেই সময়টা শাহরুখ নাকি বাড়ির সমস্ত কাজ করতেন। ঘর পরিষ্কার থেকে শুরু করে জামাকাপড় ধোয়া, রান্নাবান্না সবকিছুই শিখে গিয়েছিলেন তিনি। ভারতীয় থেকে ইটালিয়ান সব ধরনের রান্নাই শিখে গিয়েছিলেন তিনি।
পাশাপাশি নিজেকে শারিরীক ভাবেও ফিট করে তুলেছিলেন। আর সম্প্রতি কাতার বিশ্বকাপ ফাইনালে হাজির হয়ে এইসব অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন অভিনেতা। এইদিন শাহরুখকে জিজ্ঞেস করা হয়, তিনি অভিনেতা না হলে কী হতে চাইতেন? উত্তরে তিনি জানান, তিনি যদি কোনোদিন অভিনয় ছেড়ে দেন, তবে ব্যবসার দিকে ঝুঁকবেন।
শাহরুখের কথায়, পাঠান ক্যাটারিং বা বাজিগর বেকারি কিংবা দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে মিষ্টির দোকান খুলতে পারেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, ‘পাঠান’ মুক্তির আগেই বয়কটের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অশ্লীলতার কারণে কাটাছেঁড়া করা হচ্ছে দীপিকাকে। যদিও এসব কিছু বিশেষ পাতে দিচ্ছেননা কিং খান। তিনি আছেন নিজের মত করেই।