Bollywood,Entertainment,Gossip,OTT Platform,Dasvi,Abhishek Bachchan,Best Actor Award,বলিউড,বিনোদন,গসিপ,দসভি,অভিষেক বচ্চন,সেরা অভিনেতার পুরস্কার

শাহরুখ-সলমন সবাইকে ছাড়িয়ে সেরা অভিনেতার পুরস্কার ছিনিয়ে নিলেন এই অভিনেতা, অবাক ভক্তরা

করোনা পরিস্থিতিতে আমাদের সকলকেই অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। তবে এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল বিনোদন জগত। আর এই সুযোগে বেড়েছে ওটিটি-র রমরমা। বিনোদন প্রেমীদের সামনে এনে দিয়েছে একাধিক মাস্টারপিস সিরিজ এবং প্রোগ্রাম।

আর সম্প্রতি সেরার সেরাদের তালিকা প্রকাশ করেছে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২২ (Film Fare OTT Award 2022)। বছর শেষে প্রকাশ্যে এসেছে সেরার সেরাদের তালিকা। এই বছর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তাপসী পান্নু। লুপ লাপেটা ছবির জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।

থর ছবির জন্য সেরা সহ অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন অনিল কাপুর। সমালোচকদের বিচারে ‘তাব্বার’ সিরিজের জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন অজিত পাল সিং। পাশাপাশি এই সিরিজটিকেও সেরার তকমা দেওয়া হয়েছে।

Bollywood,Entertainment,Gossip,OTT Platform,Dasvi,Abhishek Bachchan,Best Actor Award,বলিউড,বিনোদন,গসিপ,দসভি,অভিষেক বচ্চন,সেরা অভিনেতার পুরস্কার

 

পাশাপাশি, ওয়েব অরিজিনাল ফিল্মের মধ্যে সেরা ছবি হিসেবে নির্বাচিত করা হয়েছে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) ‘দশভি’কে (Dasvi)। আর এই ছবির সৌজন্যেই সেরা অভিনেতার পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন অভিষেক বচ্চন। উল্লেখ্য, এই সিরিজটি মুক্তি পেয়েছিল নেটফ্লিক্সে।

প্রসঙ্গত, এই সিরিজের গল্প অনুযায়ী, দুর্নীতির দায়ে জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী গঙ্গারাম চৌধুরী হলেন অষ্টম শ্রেণী পাশ। পড়াশোনার সাথে তার দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। এমতাবস্থায় তিনি নিজেই নিজেকে চ্যালেঞ্জ করেন এবং দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করেন। আর এটিই এই ছবির মূখ্য বিষয়বস্তু।

Bollywood,Entertainment,Gossip,OTT Platform,Dasvi,Abhishek Bachchan,Best Actor Award,বলিউড,বিনোদন,গসিপ,দসভি,অভিষেক বচ্চন,সেরা অভিনেতার পুরস্কার

ছবিতে অভিষেক বচ্চনের পাশাপাশি সুপারিনটেনডেন্ট জ্যোতি দেশওয়ালের চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। এদিকে কমেডি সিরিজ ক্যাটাগরিতে ‘পঞ্চায়েত সিজন ২’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন জিতেন্দ্র কুমার। এই বিভাগে ‘লিটল থিংস সিজন ৪’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিথিলা পালকর।

Avatar

Moumita

X