আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই মেগা বাজেটের ছবি ‘পাঠান’র হাত ধরে রূপোলী পর্দায় ফিরবেন বলিউড বাদশা শাহরুখ। দীর্ঘ ৫ বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। তাই ভক্তমহলে উচ্ছাস একটু বেশিই। তবে তার মধ্যেই দর্শকদের একটা বড় অংশ ছবিটি বয়কটের ডাক দিয়েছে।
ইতিমধ্যেই রিলিজ হয়েছে ‘পাঠান’ ছবির দুটি গান ‘বেশরম রঙ’ এবং ‘ঝুমে জো পাঠান’। আর এই ‘বেশরম রঙ’ গানটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দীপিকাকে অশ্লীলতার কাঠগড়ায় দাঁড় করিয়েছে মানুষ। মানুষের দাবি, গানটিকে বোল্ড করতে গিয়ে নোংরামোর সীমা ছাড়িয়েছে নির্মাতারা।
এরমধ্যে অনেকেই আবার গানের মধ্যে দীপিকার গেরুয়া বিকিনিতে আপত্তি জানিয়েছে। সম্প্রতি পরমহংস আচার্য শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় র্যাপার হানি সিং (Honey Singh)। বলা ভালো বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন তিনি।
একদিকে যখন ‘পাঠান’ বিতর্কে দেশ উত্তাল, সেই সময় এক বিস্ফোরক মন্তব্য করেন হানি। দেশের অন্যতম সেরা র্্যাপার হানি সিং বলেন, ‘মত প্রকাশ করার স্বাধীনতা আগেও ছিল। মানুষ হয়তো এত শিক্ষিত ছিলেন না, কিন্তু অনেক বেশি বিবেকবান ছিলেন। আগেকার মানুষ বুদ্ধি দিয়ে সব বিষয়গুলিকে বিচার করে বিনোদন হিসেবে গ্রহণ করতে পারতেন’।
গায়ক আরো বলেন, ‘রহমান স্যারের গান ‘রুকমণি রুকমণি শাদি কে বাদ ক্যায়া ক্যায়া হুয়া’… মানুষ এই গানটিও মজার ছলে মেনে নিয়েছিলেন। এসব গান শুনে বড় হয়েছি। আর এখন যখন এই রকমই হালকা গোছের গান বানাই তখন মানুষ প্রতিবাদ শুরু করে দেন। এখনকার মানুষদের এত বেশি প্রতিক্রিয়াশীল হয়ে ওঠার মানে বুঝছি না। তাহলে বিনোদনের মানেটা কী?’
গায়কের এই কথা শুনে রীতিমত ক্ষেপে উঠেছে নেটিজনরা। হানি সিং-র মন্তব্যের প্রতিবাদ করে অনেকেই বলেছেন, ‘মানুষ যখন প্রতিক্রিয়া দিচ্ছে তখন আপনাদেরও বোঝা উচিত যে, মানুষ এগুলি পছন্দ করছেনা।’ একজন তো কটাক্ষ শানিয়ে বলেছেন, ‘এরা মানুষকে যুগের পরিবর্তন মেনে নিতে বলে, আর এরা নিজেরাই মানুষের পছন্দের পরিবর্তন মেনে নিতে পারেনা’। তারকারা নাকি দর্শকদের ভাবাবেগের সম্মান করেননা—অন্তত নেটিজেনদের তো এমনটাই মত।