বলিউড,বিনোদন,গসিপ,ওয়েব সিরিজ,Bollywood,Entertainment,Gossip,Web Series

২০২২ এর সেরা ৫ টি ওয়েব সিরিজ, না দেখলে চরম মিস

২০২২ সালটা ওটিটি প্লাটফর্মের জন্য দারুন কেটেছে‌। একাধিক সুপারহিট ওয়েব সিরিজ উপহার দিয়েছে মানুষকে। আর শো গুলি জনপ্রিয়তাও পেয়েছে দারুন। কোনোটা রুদ্ধশ্বাস থ্রীলার তো কোনোটা আবার নরম প্রেমের কাব্য। কোর্টরুম ড্রামা থেকে ফ্যামিলি ড্রামা সব ধরনেরই সিরিজ রিলিজ হয়েছে এই বছর। আইএমডিবি রেটিং অনুযায়ী ভারতের সেরা ১০ টি ওয়েব সিরিজের নাম বলব আজকের প্রতিবেদনে।

পঞ্চায়েত : চলতি বছরে যে কয়টা ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম সেরা হল পঞ্চায়েত। সহজ সরল এই গল্পের সাথে মানুষ এত বেশি আত্মস্থ হতে পেরেছে যে সেরার তকমা দিয়ে দিয়েছে সিরিজটিকে। আইএমডিবি রেটিংয়ে এটি ৮.৯ পেয়েছে।

দিল্লি ক্রাইমস : তালিকার দ্বিতীয় নামটি হল দিল্লি ক্রাইমস। ইতিমধ্যেই একাধিক পুরস্কার পেয়েছে সিরিজটি। যার মধ্যে আছে আন্তর্জাতিক এম্মি অ্যাওয়ার্ডও। আইএমডিবি রেটিংয়ে ৮.৫ পেয়েছে।

রকেট বয়েজ : ডক্টর হোমি ভাবা এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবনীর উপর বানানো হয়েছে এই সিরিজ। জিম সার্ভ, ডক্টর হোমি জে. ভাভার ভূমিকায় অভিনয় করেছেন। এই ওয়েব সিরিজের পরিচালক অভয় পান্নু। আইএমডিবি রেটিংয়ে এটি ৮.৯ পেয়েছে।

হিউম্যান : ডিজনি প্লাস হটস্টারের হিউম্যান ওয়েব সিরিজে চিকিৎসাবিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয়েছে। মূলত মেডিক্যাল স্ক্যামের উপর ফোকাস করেছে সিরিজটি। আইএমডিবি রেটিংয়ে এটি ৭.৯ পেয়েছে।

অপহরণ : ভুট অ্যাপে মুক্তিপ্রাপ্ত সিরিজ অপহরণ মূলত একটি ক্রাইম থ্রিলার। এতে আপনি দেখতে পাবেন কীভাবে একজন পুলিশ অফিসার নিজেই অপরাধের জালে জড়িয়ে পড়েন এবং সেখান থেকে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেন। আইএমডিবি রেটিংয়ে এই সিরিজ ৮.৩ পেয়েছে।

Avatar

Moumita

X