Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Actress,Bengali News,Bangla Khobor,Health Update Breaking News,Bangla,Bengali,সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,মৃত্যু,Death

চলে গিয়েছেন ঐন্দ্রিলা, অভিনেত্রীর শেষ প্রজেক্টে জায়গা করে নিলেন এই জনপ্রিয় টলি অভিনেত্রী!

বহুদিন হলো চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। দু দুবার ক্যানসারকে হারাতে পারলেও ব্রেন স্ট্রোকের কাছে ধরা পড়ে গেলেন তিনি। আর এরপর ২০ নভেম্বর সকলকে কাঁদিয়ে বিদায় নেন তিনি। সারা বাংলার মানুষের প্রার্থনাকে বিফল করেছিলেন সেদিন।

ঐন্দ্রিলা শর্মার জীবনের শেষ কাজ ছিল ‘অলক্ষ্মীজ ইন গোয়া’। অসুস্থ না হয়ে পড়লে কাজের প্রয়োজনে গোয়া যাওয়ার কথা ছিল তার। ছবির শুটিং শুরু করলেও তার শেষ দেখে যাওয়া আর হলোনা। ছবি শেষ হওয়ার আগেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন তিনি।

এদিকে ঐন্দ্রিলা যখন মৃত্যুর সাথে লড়াই করছিলেন তখনই তার যায়গায় অন্য এক অভিনেত্রীর কথা ভাবেন নির্মাতারা। যদিও সেই সময়ই তার নাম প্রকাশ করে মানুষের রোষানলে পড়তে চাননি তারা । কিন্ত অবশেষে তার নাম জানা গিয়েছে।

Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Actress,Bengali News,Bangla Khobor,Health Update Breaking News,Bangla,Bengali,সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,মৃত্যু,Death

ঐন্দ্রিলার স্থানে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য অভিনয় করছেন। এর আগে প্রিয়াঙ্কা ‘হোলি ফাঁক’ সহ একাধিক ওয়েব সিরিজ ও সিরিয়ালে অভিনয় করেছেন। অবশ্য এই খবর শুনে কিছুটা চটেছেন অভিনেত্রীর ভক্তরা। নির্মাতাদের বক্তব্য, অর্থনৈতিক দিকটা মাথায় রেখেই সেইসময় মুখ বদলের এই সিদ্ধান্ত নিয়েছিল প্রযোজনা সংস্থা।

Aindrila Sharma,ঐন্দ্রিলা শর্মা,Actress,Bengali News,Bangla Khobor,Health Update Breaking News,Bangla,Bengali,সব্যসাচী চৌধুরী,Sabyasachi Chowdhury,মৃত্যু,Death

সিরিজের নায়িকা পরিবর্তন করা হলেও একদম শেষের দিকে কিছু জায়গায় দেখানো হতে পারে তাকে। প্রসঙ্গত এই এই সিরিজের গল্প জুড়ে রয়েছে চারজন নারী ও তাদের গোয়ার ভ্রমণ বৃত্তান্ত। আগামী জানুয়ারি মাস থেকে সম্প্রচারিত হবে।

Avatar

Moumita

X