বলিউড,বিনোদন,গসিপ,অরিজিৎ সিং,শ্রীজাত,Bollywood,Entertainment,Gossip,Arijit Singh,Srijato

সত্যি মাটির মানুষ! ‘মাত্র ১১ টাকা পারিশ্রমিক চাইল অরিজিৎ’, গায়কের জীবন-দর্শনে মুগ্ধ কবি শ্রীজাত

মন খারাপ কিংবা ভাল যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু সঙ্গীতের আছে। মানুষ তাদের নিত্যনৈমিত্তিক কাজের মধ্যে গান শুনতে পছন্দ করেন। ভারতে অনেক সঙ্গীত শিল্পীই আছেন যারা নিজেদের সুমধুর কন্ঠ দিয়ে মন জয় করে নিয়েছেন শ্রোতাদের। এরমধ্যে ভারতের অন্যতম নামী তারকা হলেন অরিজিৎ সিং।

সত্যি কথা বলতে কি অরিজিৎ-কে সুরের জাদুগর বললে এক ফোঁটাও অত্যুক্তি হবে না। তবে খ্যাতির শীর্ষে থেকেও কতটা সাধারণভাবে জীবন-যাপন করা যায় তা অরিজিৎ সিং’কে দেখে শেখা উচিত। কখনও স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন মানুষের ভিড়ে, তো কখনও আবার ছেলের স্কুলের ফর্ম নিয়ে দাঁড়িয়ে থাকেন গেটের বাইরে। আর সম্প্রতি এই মানুষটার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন শ্রীজাত।

আগামী শুক্রবারই মুক্তি পেতে চলেছে শ্রীজাত পরিচালিত প্রথম ছবি ‘মানবজমিন’। আর এই ছবিতেই একটি গানে কণ্ঠ দিয়েছেন এই খ্যাতনামা সঙ্গীত শিল্পী। গেয়েছেন ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি। অরিজিৎ-র জীবনেও এটিই হতে চলেছে প্রথম রামপ্রসাদি গান। জেনে অবাক হবেন যে, এই গানের জন্য কোনো পারিশ্রমিক নিতে রাজি ছিলেননা অরিজিৎ‌।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়েই বিস্তারিত জানিয়েছেন শ্রীজাত। তিনি জানিয়েছেন, ‘আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, ‘আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না’। আমি পালটা বলি, নিতে তো হবেই ভাই। এরপর জবাব এল, ‘আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি, তখন তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও।’

শ্রীজাত আরো বলেন, ‘আমি বললাম, দেখো এটা তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’।

শুধু কি তাই? শ্রীজাত আরো বলেন, ‘অরিজিৎ সিং-এর জীবনযাপন এত বেশি সাদামাটা যা এই স্তরের খ্যাতিলাভের পর বজায় রাখা খুব মুশকিল, প্রায় অসম্ভব। এই জন্য আমি বলি অরিজিৎ সিং-কে দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না’। এমনকি জেনে অবাক হবেন, ঘরে এসি চালানোরও বিরোধী তিনি। অরিজিৎ মনে করেন, এসিতে যেমন ইলেকট্রিসিটির শ্রাদ্ধ হয় তেমনই পরিবেশেরও ক্ষতি হয়।

Avatar

Moumita

X