বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মাসে আয় হবে লাখ টাকা, আপনাকে সাহায্য করবে সরকার!

চাকরির পাশাপাশি কমবেশি সকলেই যুক্ত ব্যবসার সঙ্গে। অনেকেই পাচ্ছেন সফলতা। খুব কম খরচেই শুরু করা যায় নানান রকম ব্যবসা। খুব সহজেই শুরু করতে পারেন কাঠের আসবাবপত্রের ব্যবসা।

বর্তমানে শুধু কাঠ নয়, তার সাথে আরও আধুনিক উপাদান দিয়ে আসবাবপত্র তৈরী করা হয়, যেগুলো দামও কম এবং ওজনেও হালকা, কিন্তু দেখতে মনোমুগ্ধকর। আর বাড়ি হোক বা কোনো এপার্টমেন্ট, স্কুল বা মিউজিয়াম আসবাবপত্রের প্রয়োজন হয় না এমন জায়গা নেই। গৃহস্থালির কাজ থেকে অফিসিয়াল কাজ, সর্বত্রই নিত্যনতুন আসবাবপত্রের ব্যবহার।

যে কোনো জিনিস রাখার জন্যে একঘেয়ে আসবাবপত্রের তুলনায় নতুন মডেলের আসবাবপত্রের ডিমান্ডও প্রচুর। তাই সবদিক বিবেচনা করলে আসবাবপত্রের ব্যবসা একটি অন্যতম লাভজনক ব্যবসা। শুধু তাই নয়, এই ব্যবসা শুরু করতে চাইলে খুব সহজেই পেয়ে যাবেন ঋণ। সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে এই ব্যবসার জন্য। বিগত কয়েক বছরে ভারতে কাঠের আসবাবপত্রের চাহিদা দ্রুত হারে বাড়ছে। ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন নানান রকম কাঠের আসবাবপত্র।

এই ব্যবসা শুরু করতে চাইলে খুব সহজেই লোন পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের মুদ্রা প্রকল্পের অধীনে। ব্যবসা করার জন্য ২ থেকে ৩ লক্ষ টাকা লোন দেবে সরকার। এই ব্যবসা করে মাসিক আয় করা যেতে পরে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। তাই আর দেরি না করে চাকরির পাশাপাশি আজই শুরু করে ফেলুন এই ব্যবসা ।

Avatar

Additiya

X