ইংরেজিতে কথা বলতে গিয়ে নেট নাগরিকদের কটাক্ষের শিকার রাজ ঘরণী। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই কমেন্ট বক্স ভরল কটাক্ষে।
শুক্রবার থেকে শুরু হয়েছে হকি বিশ্বকাপ। এই প্রথমবার ভারতে হচ্ছে হকি বিশ্বকাপ। প্রথম দিনেই ময়দানে রয়েছে স্পেন ও ভারত। খেলা শুরুর আগেই ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা জানান অভিনেত্রী তথা পরিচালক রাজ চক্রবর্তী স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ভারতীয় হকি দলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “শুক্রবার থেকে শুরু হচ্ছে হকি বিশ্বকাপ। তাই ভারতীয় পুরুষ হকি টিমকে শুভেচ্ছা জানাচ্ছি।”
তবে ভিডিওতে ‘ওয়ার্ল্ড কাপ’ বলতে গিয়ে ‘ওয়ার্ল্ডস’ কাপ বলে ফেলেন অভিনেত্রী। আর তাতেই পড়েন মহা বিপাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হতেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসে নেট নাগরিকদের তরফে। এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লেখেন, ‘ইংরেজি বলতে না পারলে এত চেষ্টা করতে হবে না’।
তবে এই প্রথমবার নয়। ইংরেজিতে কথা বলার জন্য এর আগেও সমালোচিত হয়েছেন অভিনেত্রী। ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলায় নেটিজেনদের একটা বড় অংশ নিন্দা করেছিলেন অভিনেত্রীর। বাঙালি হয়ে, বাংলা সিনেমায় অভিনয় করে বাংলায় কথা না বলে ইংরেজিতে কথা বলার এত ঝোঁক কিসের? প্রশ্ন তুলেছিলেন নেট নাগরিক। কিন্তু ট্রোল যতই হোক পাল্টা কখনও উত্তর দেননি অভিনেত্রী।