‘আরআরআর’ বলিউড ছবি নয়’, বিশ্বমঞ্চে পুরষ্কার পেয়ে অহংকারী মন্তব্য পরিচালক রাজামৌলির

দেশ কাঁপিয়ে বিশ্বে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে জয় পায় ইন্ডিয়ান ছবি RRR-এর ‘নাটু নাটু’ গান। রাজামৌলির ছবির হাত ধরে বিশ্বমঞ্চে সমাদৃত ভারত। গোল্ডেন গ্লোবস পুরস্কারে আসরে সেরা ছবির গান নির্বাচিত হয় ‘নাটু নাটু’। টেলর সুইফ্ট ,লেডি গাগা, রিহানাদের টেক্কা দিয়ে এদিন সেরা মৌলিক গানের পুরস্কার জিতে নিল এম এম কিরাবাণী, কালা ভৈরব, এবং রাহুল সিপলিগঞ্জের গান।

এই গানের আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে যুদ্ধবিধস্ত ইউক্রেনে এই গানের শ্যুটিং হয়েছে। তাও আবার সে দেশের প্রেসিন্ডেন্ট ভলোদিমির জেলনস্কির বাড়ির সামনে। এই জয় নিয়ে আবেগে ভাসছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শাহরুখ খান, এ আর রহমান- ‘আরআরআর’ টিমকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে। কিন্তু এত সবকিছুর পরেও রেগে আগুন পরিচালক রাজামৌলি।

আন্তর্জাতিক চলচ্চিত্রে ভারতীয় ছবি বলতেই লোকে বোঝেন বলিউড। সেই ধারণা বদলানোর সময় এসেছে বলেই মনে করছেন পরিচালক এস এস রাজামৌলি। ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘আরআরআর’ বলিউডের ছবি নয়। এটা তেলুগু ছবি, দক্ষিণ ভারতে তৈরি।আমিও সেখানকার মানুষ। কিন্তু ‘নাটু নাটু’ গানটা ব্যবহার করেছিলাম সেখানেই গল্প থামিয়ে দেওয়ার জন্য নয়, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের মনে দোলা দেবে এই গান, নাচাবেও। আমি কেবলমাত্র গল্পের খাতিরেই এ ধরনের উপাদান ব্যবহার করি।”

উল্লেখ্য , ২০২২ সালে মুক্তি পেয়েছে আই ছবি। বিশ্ব জুড়ে ১,২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজামৌলির ছবি ‘আরআরআর’। দক্ষিণী এই ছবিতে আভিনয় করতে দেখা গিয়েছে রামচরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভট্টকে ।

Avatar

Additiya

X