ভারতের অন্যতম জনপ্রিয় র্যাপার হানি সিং। র্যাপ জগতে আলাদাই ফ্যানবেস তৈরি করেছেন তিনি। বলা ভালো ভারতে র্যাপ গানের তুমুল জনপ্রিয়তা হানি সিংয়ের হাত ধরেই। এহেন তারকার অসুখ সম্পর্কে জানেন? শারীরিক অবস্থা এতটাই বেগতিক ছিল যে নিজের মৃত্যু পর্যন্ত কামনা করতেন তিনি।
হানি সিং সম্প্রতি তার নতুন অ্যালবাম ‘হানি ৩.০’-র মাধ্যমে ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছেন। তবে এর আগে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়েছিলেন এই গায়ক। আর সেই অসুস্থতার কথা মনে হলে এখনও নাকি শিউরে ওঠেন হানি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের বিভীষিকাময় দিনগুলির কথা তুলে ধরেছেন তিনি।
গায়কের কাছ থেকেই জানা গেল, অসুখ বুঝতেই দু’বছর লেগে গিয়েছিল তার। এরপর চিকিৎসা করাতে ব্যয় হয়েছে আরও তিন বছর। তার কথায়, ‘আমার শত্রুদেরও যেন এমন অসুখ কখনও না হয়।’ হানি বলেন, ‘আমার মানসিক অসুখের কোভিড হয়েছিল। প্রতিদিন প্রতিটা রাত আমি মৃত্যু কামনা করতাম।’
শুধুই কি অবসাদ? তার সাথে সাইকোটিক বাইপোলার ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। এই অসুখের কারণে হারিয়েছিলেন রাতের ঘুম, মানসিক ভারসাম্য। যে হানি সবসময় নিজের মতো করে বাঁচতে ভালোবাসতো সেই হানিই নিজের আচার আচরণ দেখে অবাক। নিজের আচরণে নিজেই অস্বস্তিবোধ করতেন এই তারকা।
আর এই কারণেই গত কয়েকবছর যাবৎ একেবারেই প্রচার বিমুখ হয়ে পড়েছিলেন হানি সিং। ভক্তরা তার খোঁজ করলেও তিনি ছিলেন অন্তরালে। কোনো নতুন প্রোজেক্টেও হাত দেননি। ঘিরে ধরেছিল অবসাদ। নিজের জায়গা ফের ফিরে পাবেন তো? মাঝেমধ্যেই এরকম ভাবনা গ্রাস করত তাকে।
তবে ভালো খবর এটাই যে, সব বাধা বিপত্তি কাটিয়ে খুব শীঘ্রই ভক্তদের মধ্যে ফিরতে চলেছেন ইয়ো ইয়ো হানি সিং। চলতি বছরেই মুক্তি পাবে তার নতুন অ্যালবাম। পাশাপাশি বেশ কিছু বলিউড ছবিতেও শোনা যাবে হানি সিং-র গান। অর্থাৎ সুস্থতার দিকে এক পা বাড়াতেই কেরিয়ারের দিকেও মন দিয়ে দিয়েছেন তিনি।