প্রকাশ্যে এসেছে ট্রেলার। এবার কেবল মুক্তি পাওয়ার অপেক্ষা। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরেই বড় পর্দায় আসবে বলিউড বাদশা । দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান। ‘পাঠান’ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা ‘বয়কট পাঠান’ ট্রেন্ড ফেল করে রিলিজের আগেই কয়েক কোটি ঘরে তুলে ফেলেছে শাহরুখের ছবি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। মাস খানেক আগে প্রকাশিত ছবির প্রথম গান ‘বেশরম রং’ ইতিমধ্যেই একাধিক বিতর্কের সৃষ্টি করেছে। তৈরি করেছে রাজনৈতিক তরজাও। তবে এই সবকিছুর মধ্যেও ‘পাঠান’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাসের কোনও খামতি নেই। সকল শাহরুখ অনুরাগী বহু দিন পর প্রিয় তারকাকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে।
এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফের একবার জুটি বেঁধেছেন শাহরুখ। খলনায়কের ভূমিকায় রয়েছেন জন আব্রাহাম। এই ছবির হাত ধরে চার বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। বেশ লম্বা একটি বিরতির পর সিলভার স্ক্রিনে ফিরছেন কিং খান। তাই শুরু থেকেই এই ছবিকে ঘিরে উত্তেজনা অনেকটাই অনুরাগীদের মধ্যে। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘পাঠান’।
শুধুমাত্র ভারতের দর্শকরাই নন, ‘পাঠান’ দেখার জন্য তর সইতে পারছেন না বিদেশের সিনে প্রেমী মানুষরাও। ইতিমধ্যেই শাহরুখ-দিপীকার ছবি দেখার জন্য মুখিয়ে অনুরাগীরা।
সংযুক্ত আরব আমিরশাহিতে ইতিমধ্যেই ৬৫ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৫২,৮৩,৫৫৭ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং জার্মানিতে যথাক্রমে ২,৮৪,৪৯,৯২৫ টাকা, ৪২,৫৫,৯০৫ টাকা এবং ১,৩২,২১,২৮৯ টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।