বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,নতুন আপডেট,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,New Update

ছবিতে বদল না আনলে রিলিজ করা যাবে না ‘পাঠান’! শাহরুখের সিনেমা নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের

বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ ছবি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। ‘বেশরম রঙ’র হাত ধরে যে বিতর্ক শুরু হয়েছিল তা যেন থামার নামই নেই‌। ভারতীয় সংস্কৃতিকে অপমান করার দায়ে ছবির বিরুদ্ধে অনেকেই সুর চড়িয়েছেন। তার সাথে ছবিটির বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)।

আর সম্প্রতি এসবের মাঝেই পাঠান ছবি নিয়ে নতুন নির্দেশে দিয়েছে দিল্লি হাই কোর্ট। মূক-বধির এবং দৃষ্টিহীনরা এইসব ছবির আনন্দ উপভোগ করতে পারেন সেই কারণেই নতুন নির্দেশ দিয়েছে আদালত। আর এইসব পরিবর্তন করার পর আরো একবার CBFC তে আবেদন করতে হবে সার্টিফিকেট পাওয়ার জন্য।

জানা গেছে, আদালত ছবির নির্মাতা যশ রাজ ফিল্মসকে নির্দেশ দিয়েছে সেটির OTT ভার্সনে ক্যাপশন যোগ করতে এবং সেইসাথে হিন্দিতে অডিও বিবরণী যুক্ত করতে। আবার খবর মিলেছে, জন আব্রাহাম নাকি ছবির ফাইনাল কাট দেখে একদমই খুশি নন। আর তাই নাকি ছবির প্রচার থেকে দূরে সরে থাকছেন তিনি।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,নতুন আপডেট,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,New Update

যদিও এই নিয়ে ইনস্টাগ্রামে একটা লম্বা চওড়া সাফাইও দিয়েছেন অভিনেতা। ছবির প্রচারে না থাকলেও ইনস্টাগ্রাম স্টোরিতে বড়সড় বার্তা লিখেছেন জন। জনের কথায়, ‘আদি (আদিত্য চোপড়া) আমাকে কেরিয়ারের সেরা রোলটা অফার করেছে বরাবরই, আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি কবে তোমরা দেখবে সিদ্ধার্থ আনন্দ আমাকে নিয়ে কেমন সিনেমা বানিয়েছে’।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,নতুন আপডেট,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,New Update

প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি হিন্দির পাশাপাশি তামিল, তেলগুতেও মুক্তি পাবে ছবিটি। আর তারই মধ্যে নির্দেশ এসেছে, আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পরিবর্তন এনে জমা দিতে হবে কোর্টের কাছে। এবার সেন্সর বোর্ড সেই নিয়ে চূড়ান্ত রায় দেবে আগামী ১০ মার্চ। যদিও থিয়েটার নিয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত।

বলিউড,বিনোদন,গসিপ,শাহরুখ খান,পাঠান,নতুন আপডেট,Bollywood,Entertainment,Gossip,Shahrukh Khan,New Update

এখানে বলে রাখি, আগামী এপ্রিলেই OTT প্ল্যাটফর্ম Prime Video তে মুক্তি পাবে শাহরুখের ছবিটি। আর তার আগেই ছবিতে এই সমস্ত পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন সেন্সর বোর্ড‌। যদিও OTT নিয়ে বিশেষ কোনো বক্তব্য আসেনি হাই কোর্টের তরফ থেকে। এখন দেখার বিষয় হল এই যে, পাঠান হিট করে নাকি হারিয়ে যায়।

Avatar

Moumita

X