বলিউডের (Bollywood) অন্যতম প্রতিভাবান শিল্পী হলেন শরমন জোশী (Sharman Joshi)। দীর্ঘ কেরিয়ারে কাজ করেছেন একাধিক সুপারহিট ছবিতে। ‘রং দে বাসন্তী’, ‘থ্রী ইডিয়টস’-র মত কাল্ট ক্লাসিকের গুরুত্বপূর্ণ অংশ তিনি। আর এবার খবর মিলেছে ‘কংগ্র্যাচুলেশন’ ছবি দিয়ে গুজরাটি ছবির দুনিয়ায় আত্মপ্রকাশের জন্য প্রস্তুত শরমন জোশী।
আর সম্প্রতি এই নতুন ছবি নিয়েই খোলামেলা আড্ডায় বসেছিলেন শরমন। কর্মজীবনের কিছু মাইলফলক, ছোটবেলার বেশ কিছু স্মৃতি ভাগ করেছেন এইদিন। এখানে একটা মজার বিষয় জানিয়ে রাখি, এই ছবিতে একজন গর্ভবতী পুরুষের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এই প্রসঙ্গে অভিনেতা জানান, ‘১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জুনিয়র ছবিতে ‘আর্নল্ড শোয়ার্জনেগার একজন গর্ভবতী পুরুষের চরিত্রে অভিনয় করেছিলেন। ইশ্যা ছবিতে অঙ্কুশ চৌধুরীও একজন গর্ভবতী পুরুষের ভূমিকায় অভিনয় করেছিলেন যদিও ছবিগুলি গল্পগুলি আমি জানি না।’
শরমনের কথায়, ‘দুর্ভাগ্যবশত, রিতেশ দেশমুখ এবং অঙ্কুশের ছবি আমি দেখিনি। কিন্তু এই ছবিটি যা রেহান লিখেছেন এবং আমি এটিতে কাজ করার জন্য মুখিয়ে ছিলাম।’ অভিনেতার সংযোজন, ‘ছবিটিতে কিছু বৈজ্ঞানিক গবেষণাও দেখানো হয়েছে।’
জানা গেল, ‘কংগ্রাচুলেশন’ মূলত আবেগ ঘরানার কমেডিতে ভরপুর একটি ছবি। কিছু বৈজ্ঞানিক বিষয় থাকলেও এটি মূলত একটি কল্পকাহিনীর কাছ। তবে অদূর ভবিষ্যতে এটিই যে বাস্তব হয়ে উঠবেনা তা এখনই বলা যায়না। সূত্রের খবর, শরমন অভিনীত এবং প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ৩ ফেব্রুয়ারি।
ছবিতে কাজ করার প্রসঙ্গে শরমন বলেন, ‘এটিতে কাজ করার সবথেকে ভালো অভিজ্ঞতা আমাকে ওজন বাড়াতে হয়েছিল। আমাকে অন্তঃসত্ত্বা দেখাতে হবে নিজেকে। তাই ওজন বাড়ানোটা জরুরি ছিল। মাত্র দু’মাসে যে ওজনটা বাড়াতে হয়েছিল, তা বিব্রতকর ছিল। ছবির জন্য জরুরি ছিল, তাই করতে হয়েছিল। তাড়াতাড়ি আমার স্বাভাবিক ওজনে ফিরে এসেছিলাম। শ্যুটিংয়ের শেষের দিকে আবার রোগা হতে শুরু করি’।