বলিউড(Bollywood) জগতে নিজের স্থান বানানোর লড়াই মোটেও সহজ নয়। তারপর আবার যারা ষ্টার কিডস(Star kids) নন তাদের জন্য এই লড়াই আরও কঠিন হয়ে দাঁড়ায়। বলিউডে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা একেবারে গ্রাম্য এলাকা থেকে মুম্বাইতে এসেছিলেন অভিনয় করতে। বর্তমানে তারা জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে মন জিতেছেন দর্শকদের। আজ এমনই বেশ কিছু অভিনেতার কথা জানাবো আপনাদের
নওয়াজউদ্দিন সিদ্দিকি : উত্তর প্রদেশের ছোট গ্রাম বুধানায় একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন এই অভিনেতা। শুরু হয় কঠিন লড়াই। ১৯৯৯ সালে বলিউড জগতে পা রাখেন এই অভিনেতা। একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। বর্তমানে বলিউডের অন্যতম প্রতিষ্ঠাতা অভিনেতা তিনি।
পঙ্কজ ত্রিপাঠি : ভারতের বেনশান্ত গ্রামের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন পঙ্কজ ত্রিপাঠি। ছাত্রাবস্তায় থিয়েটার করতেন তিনি। এরপর ২০০৪ সালে পা রাখেন বলিউড জগতে। ৪০ টিরও বেশি চলচ্চিত্র এবং ৬০ টিরও বেশি টেলিভিশন শোতে অভিনয় করেছেন এই অভিনেতা। হিন্দি সিনেমায় নানান রকম চরিত্রে অভিনয় করতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠীকে।
মনোজ বাজপেয়ী : বিহারের নরকাটিয়াগঞ্জের বেলওয়া গ্রামে জন্মগ্রহণ করেন বলিউডের এই অভিনেতা। ১৯৯৪ সালে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে এই অভিনেতার। অভিনয়ের মাধ্যমে মুগ্ধ করেছেন দর্শকদের। জাতীয় পুরস্কার পেয়েছেন এই অভিনেতা।
সঞ্জয় মিশ্র : বলিউড জগতের জিনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হলেন সঞ্জয় মিশ্র। মূলত কমেডি চরিত্রের অভিনয় করতে দেখা যায় এই অভিনেতাকে। এখনও বলিউডে ছবি করছেন এই অভিনেতা। বিহারের দারভাঙ্গার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। তাঁর বলিউড দুনিয়ার লড়াই মোটেই সহজ ছিলনা।